চীনের উপ-প্রধানমন্ত্রী জেং পেই ইয়ান সম্প্রতি সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে বলেছেন, চীন পশ্চিমাঞ্চলের মহাউন্নয়ন অব্যাহত রাখবে এবং পশ্চিমাঞ্চলের সার্বিক সমন্বয় ও টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে ।
পশ্চিমাঞ্চলের মহাউন্নয়ন বিষয়ক বৈঠকে তিনি বলেছেন, পশ্চিমাঞ্চলের মহাউন্নয়ন স্থানীয় বিভিন্ন জাতির লোকজনের জন্য কল্যাণকর সুযোগ নিয়ে এসেছে । চীন অব্যাহতভাবে অবকাঠামোর নির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের বিষয়টি জোরদারসহ নতুন গ্রামের নির্মাণকে ত্বরান্বিত করার পাশাপাশি বৈশিষ্ট্যসম্পন্ন গুণগতমানের শিল্প ক্ষেত্রের উন্নয়ন করবে । বিশেষ করে গুরুত্বপূর্ণ অঞ্চলের উন্নয়নে নির্দেশনা দেবে এবং উন্মুক্ত নীতি আরো সম্প্রসারণ করবে ,যাতে লোকজনের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা যায় ।
২০০০ সালে চীন পশ্চিমাঞ্চলের মহাউন্নয়ন কাজ শুরু করেছে । গত ৬ বছরে চীন পশ্চিমাঞ্চলের অবকাঠামোয় ১ ট্রিলিয়ন পুঁজি বিনিয়োগ করেছে ।
|