আফ্রিকান ইউনিয়নের সোমালিয়া বিষয়ক প্রতিনিধি মোহাম্মদ আলি ফৌম ২৫ মে ৪৪তম "আফ্রিকা মুক্তি দিবস" উদযাপনী অনুষ্ঠানে ভাষণদানকালে আফ্রিকার বিভিন্ন দেশের প্রতি ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক বিষয়াদিতে একই কন্ঠে কথা বলার আহ্বান জানিয়েছেন।
এদিন আফ্রিকার ৪০টি দেশের কূটনীতিবিদগণ ও আফ্রিকার কিছু আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা নাইরোবিতে উদযাপনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ফৌম বলেছেন, আফ্রিকার দেশগুলোর সংযুক্ত ফ্রন্ট প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বিষয়াদিতে যৌথভাবে আফ্রিকার স্বার্থ এবং আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অবস্থার সঙ্গে সংগতিপুর্ণ মতামত উত্থাপন করা উচিত।
অন্য খবরে জানা গেছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ২৫ মে "আফ্রিকা মুক্তি দিবস" উপলক্ষে এক বাণীতে । আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফ্রিকার উন্নয়নের অব্যাহত সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন।
বান কি মুন সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার অর্জিত সফলতার প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, আফ্রিকা এখনো নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে এইডস রোগ ও আঞ্চলিক লড়াই আফ্রিকার উন্নয়নের ওপর গুরুতর হুমকি সৃষ্টি করেছে।
|