চীনের সপ্তম" কোরান" পাঠ প্রতিযোগিতা ২৬ মে পেইচিংয়ে শুরু হয়েছে । হুই জাতি , উইগুর জাতি. কাজাক জাতি সহ চীনের বিভিন্ন অঞ্চলেরসংখ্যালঘূজাতির মোট ৫৫জন প্রতিনিধি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ।
জানা গেছে , প্রতিযোগিতাটি ৫দিন ধরে চলবে । প্রতিযোগিতারমাধ্যমে মুসলমানরা পরস্পরের কাছ থেকে শিক্ষা লাভ করবেন , বিনিময় করবেন , কোরান পাঠ করার মান উন্নত করবেন , ইসলামের শ্রেষ্ঠ সংস্কৃতি সম্প্রসারণের জন্য নতুন অবদার রাখবেন বলে আয়োজকরা আশা করেন ।
উল্লেখযোগ্য , চীনে মোট ১০টি সংখ্যালঘূজাতি ইসলামী ধর্ম বিশ্বাস করে ।
|