বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থার ৭৫তম আন্তর্জাতিক সম্মেলন ২৫মে প্যারিসে সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সংস্থায়গণ প্রজাতন্ত্রী চীনের বৈধ অধিকার পুনরুদ্ধার করার এক সিদ্ধান্ত নিয়ছে । সিদ্ধান্তটিতে পুনরায় এক চীনের নীতি ঘোষণা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে , চীন গণ প্রজাতন্ত্রসার্বভৌম দেশ হিসেবে সংস্থাটিতে অন্তর্ভূক্ত হয় । চীনের তাইওয়ান অসার্বভৌমঅঞ্চল হিসেবে সংস্থাটির কার্যক্রমে অংশ নেবে ।
চীনের প্রতিনিধি দলের নেতা , কৃষি মন্ত্রণালয়ের পশু চিকিত্সা ব্যুরোর প্রধান চিয়া ইউলিং সম্মেলনে ভাষণ দিয়েছেন । তিনি বলেছেন , বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থাগণ প্রজাতন্ত্রী চীনের যে বৈধ অধিকার পুনরুদ্ধার করেছে তা এই সংস্থার করণীয় কাজকে রক্ষা এবং ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে ।
তিনি জোরদিয়ে বলেছেন , চীন একটি দায়িত্বশীল বড় দেশ । চীন বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থার সদস্যদেশের অধিকার ও দায়িত্বকে পুরোপুরিভাবে পালন করবে এবং এই সংস্থারকরনীয় কাজ রক্ষা করার ক্ষেত্রে নিজের অবদান রাখবে ।
|