সংশ্লিষ্টসূত্র থেকে জানা গেছে , ১৯৯৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ৭ বছরের মধ্যে চীন মোট ২ কোটি ৪০ লাখ হেক্টর জমি বনে ফেরত দিয়েছে । ১২ কোটিরও বেশি কৃষক এ থেকে উপকৃত হয়েছেন ।
জানা গেছে , জমি বনে ফিরিয়ে দেয়া প্রকল্পটিতে চীনের ২৫টি প্রদেশের ২ হাজারেরও বেশি জেলা জড়িত । এই প্রকল্পব্যাপকতম প্রকল্প এবং এথেকে কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হন । এই প্রকল্প বাস্তবায়নে চীনের সবুজায়ন প্রক্রিয়া দ্রুততর হয়েছে । প্রকল্প অঞ্চলের বনের আবৃত হার ২ শতাংশ বেড়েছে । পানি ও মাটির ক্ষয়ক্ষতি এবং বাতাস ও মরুকরণ কমে গেছে ।
তাছাড়া প্রাকৃতিক পরিবেশ জঘন্য ও দুর্বল এমন অঞ্চলের দারিদ্র্য বিমোচনে জমি বনে ফেরত দেয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে , বিভিন্ন আঞ্চলের গ্রামীণ শিল্প কাঠামোর পুনর্বিন্যাস , প্রাকৃতিক পরিবেশের অর্থকর শিল্প উন্নয়নে ভাল সুযোগ সৃষ্টি করেছে এবং চীনের কৃষি , বন ও পশু পালন শিল্পের সমন্বিত বিকাশকে ত্বরান্বিত করেছে ।
|