প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি আমি আপনাদের বন্ধু লিলি। এখন আমরা সবাই মিলে খুব সুন্দর সুন্দর গান শুনবো। কি তাই না?
বাংলাদেশের গাইবান্ধা জেলার তালুক সর্বানন্দ গ্রামের টিটু আখন্ড আমাদের অনুষ্ঠানে কিশোর কুমারের গাওয়া একটি গান শুনতে চেয়েছেন। গানটি হলো: চলতে চলতে আমার এই গান ভুলে যেও না কখনও বিদায় বলো না"। কিন্তু প্রিয় বন্ধু, আপনার পছন্দের গানটি আমাদের হাতে নেই। তাই এখন আমি কিশোর কুমারের গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম "আশা ছিল ভালোবাসা ছিল"।
বাংলাদেশের ফরিদপুর জেলার জগন্নাথদী গ্রামের এম.এম.গোলাম সারোয়ার তাঁর চিঠিতে বলেছেন, আমি একটি রবীন্দ্র সংগীত শোনার জন্য অনুরোধ করছি। যে গানটি শুনাতে অনুরোধ করছি তা হলো আজি এ বসন্তে, কত ফুল ফোটে কত পাখি গায়। বাংলাদেশের ময়মনসিংহ জেলার আচিক শর্টওয়েভ লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী থিয়ফিল সাল চিরিক রিছিলও আমাদের অনুষ্ঠানে এই রবীন্দ্র সংগীতটি শুনতে চেয়েছেন। তাহলে প্রিয় বন্ধুরা, চলুন, এখন একসাথে গানটি শোনা যাক।
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার চটকা তলা দর্শনা গ্রামের মো: জাহাঙ্গীর আলম দুখু চাওয়া পাওয়াতে শিল্পী মমতাজের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন সবাই একসঙ্গে "বন্ধু আইলোনা"গানটি উপভোগ করবো।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার ইসলামপুর গ্রামের স্পন্দন রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এস.এম.আব্দুর রহিম শিল্পী রুনা লায়লার গাওয়া "শিল্পী আমি তোমাদেরও গান শোনাবো গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আপনার আশা পূরণ করছি। গানটি শুনুন তাহলে।
ভারতের আসাম রাজ্যের চিরাং-বি.টি.সি জেলার ২ নং দংশীয়াপাড়া গ্রামের মো: আব্দুল মোতালেব আমাদের অনুষ্ঠানে মিতালি মুখার্জীর যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি মিতালি মুখার্জীর কন্ঠে "এ ঘন বরষায়" গানটি শোনাচ্ছি।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি আপনাদের চিঠির অপেক্ষায় আছি। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে আগামী সপ্তাহে।
|