চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ২৫ মে পেইচিং সফররত নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ওয়েনস্টোন পিটারসের সঙ্গে বৈঠক করেছেন। দু'নেতা দু'দেশের সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।
ওয়েন চিয়াপাও বলেছেন, চীন নিউজিল্যান্ডের সঙ্গে মিলিতভাবে দু'দেশের সম্পর্ক একটি নতুন মানে উন্নত করতে ইচ্ছুক।
পিটারস বলেছেন, নিউজিল্যান্ড চীনের দ্রুত উন্নয়নকে একটি সুযোগ হিসেবে নির্ধারণ করে। নিউজিল্যান্ড বিভিন্ন ক্ষেত্র দু'দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক। তিনি পুনরায় জোর দিয়ে বলেছেন, নিউজিল্যান্ড এক চীন নীতিতে অবিচল থাকবে।
পিটারসের নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে তাঁর প্রথম চীন সফর।
|