প্যারিসে অবস্থিত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার ২৪ মে প্রকাশিত রিপোর্টে অনুমান করা হয়েছে যে, চলতি ও আগামী বছর বিশ্বের অর্থনীতি নিরন্তর বৃদ্ধি পাবে। কিন্তু আন্তর্জাতিক তেল বাজারের নিরন্তর অস্থিতিশীলতা ও মূদ্রাস্ফীতিসহ বিভিন্ন কারণে, বৃদ্ধি হার গত বছরের চেয়ে কিছুটা কমবে।
রিপোর্টে অনুমান করা হয়েছে যে, চলতি ও আগামী বছরে, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্যদেশের গড়পড়তা অর্থনীতির বৃদ্ধি হার ২.৭ শতাংশে দাঁড়াবে। যা গত বছরের ৩.২ শতাংশের চেয়ে কিছুটা কম।
রিপোর্টে আরো অনুমান করা হয়েছে যে, চীন, ভারত, রাশিয়া ও ব্রাজিলসহ বিভিন্ন নতুন বাজার দেশের দ্রুত উন্নয়ন বিশ্ব অর্থনীতি বাড়ানোর প্রধান চালিকাশক্তি হবে। এর মধ্যে, চলতি ও আগামী বছরে চীনের অর্থনীতির বৃদ্ধি হার ১০.৪ শতাংশ হবে।
|