চীনা অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান থু মিং তে ২৫ মে বলেছেন , পেইচিং অলিম্পিকের পর যাবতীয় স্টেডিয়ামের ব্যবহার সম্পর্কে পূর্ণাংগ ও নিখুঁত বিবেচনা ও পরিকল্পনা হাতে নেয়া হয়েছে । সুতরাং অলিম্পিক গেমসের পর স্টেডিয়ামগুলোর ব্যবহার সম্পর্কে কোনো চিন্তাভাবনা নেই ।
অলিম্পিক গেমসের বাণিজ্যিক সুযোগ ও গেমসের পর স্টেডিয়ামগুলোর ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তর্জাতিক ফোরামে থুং মিং তে এ কথা বলেছেন ।
তিনি বলেন , পেইচিং অলিম্পিকের স্টেডিয়ামগুলোর পরিকল্পনা ও নির্মাণের সময় গেমসের পর সেগুলোর ব্যবহার সম্পর্কে পরিপূর্ণভাব বিবেচনা করা হয়েছে । গেমসের পর পেইচিং অলিম্পিক কেন্দ্রীয় এলাকা প্রদর্শনী , ক্রীড়া , অবসর বিনোদন ও বাণিজ্যের সমন্বয়ে বৃহদাকারের একটি উচ্চমানসম্পন্ন এলাকায় পরিণত হবে । গেমসের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামগুলো প্রধানত শিক্ষা , প্রশিক্ষণ ও প্রতিযোগিতার কাজে ব্যবহৃত হবে । পশ্চিমাংঞ্চলের স্টেডিয়ামগুলো সেই অঞ্চলের গণ ক্রীড়া ব্যবস্থার অভাবের অবস্থা প্রশমিত করবে ।
|