v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-25 18:46:55    
হাংগেরি

cri

    হাংগেরির আয়তন মোট ৯৩ হাজার বর্গকিলোমিটার। দেশটি মধ্য ইউরোপে অবস্থিত। দেশটির পূর্ব দিকে রোমানিয়া এবং ইউক্রেন। দক্ষিণ দিকে স্লোভাকিয়া , ক্রোয়েশিয়া এবং জুগোস্লাভিয়া । পশ্চিম দিকে অস্ট্রিয়া।

    দেশটির লোকসংখ্যা মোট ১০ লাখ জনেরও বেশি। এর মধ্যে হাংগেরি অধিবাসী প্রায় ৬৫ শতাংশ হয় , ইউক্রেন অধিবাসী প্রায় ১৩ শতাংশ হয় এবং রাশিয়ার অধিবাসী প্রায় ১৩ শতাংশ হয়।

    হাংগেরি হলো একটি কৃষি প্রধান দেশ, তার প্রধান কৃষি পণ্য হচ্ছে ভুট্টা, গম, চাল , ভুট্টাজাতীয় খাদ্যশস্য ও বজরা ইত্যাদি। প্রধান আর্থিক পণ্য হচ্ছে কফি, তুলা, লিলাক, চা ও তামাক পাতা ইত্যাদি। হাংগেরির খনিজসম্পদ প্রচুর, আবিষ্কৃত খনিজসম্পদ যেমন: হীরক, সোনা, খনিজ, লোহা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। হাংগেরির কৃষি পণ্যের প্রক্রিয়াকরণ ও হালকা শিল্পকারখানা আছে । এর মধ্যে রয়েছে বস্ত্র, প্রস্তুতকৃত খাদ্য , চামড়া, জুতা সহ চামড়া জাত পণ্য, সিমেন্ট, কাগজ, টায়ার ও কৃষিসার ইত্যাদি।

    হাংগেরি হল মধ্য ইউরোপ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ। চীন হাংগেরির সঙ্গে সর্ম্পক উন্নয়ন করাকে গুরুত্ব দেয়। দু'দেশের জনগণের ঐতিহ্যিবাহী মৈত্রী গভীরতর করা হচ্ছে দু'পক্ষের নেতৃবৃন্দের সফরের প্রধান লক্ষ্য।

    চীন সমান ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে অব্যাহতভাবে হাংগেরির সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক। হাংগেরির সঙ্গে যোগাযোগ ও আদান-প্রদান দু'পক্ষের পারস্পরিক সমঝোতা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ত্বারান্বিত করার অনুকূল। রাজনৈতিক পর্যায়ের আদান-প্রদান ছাড়া, হাংগেরি আশা করে, যত তাড়াতাড়ি সম্ভব চীনের সঙ্গে সরাসরি সামরিক আদান প্রদান চালানো হবে।

    ১৯৪৯ সালের ৬ নভেম্বর হাংগেরির সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং চে মিন হাংগেরি সফর করেছিলেন। ২০০৩ সালেরর অক্টোবর মাসে হাংগেরির প্রধানমন্ত্রী চীন আনুষ্ঠানিকভাবে সফর করেন। দু'পক্ষ যৌথভাবে " দু'টি সরকারের মিলিত বিবৃতি"-এর চুক্তি স্বাক্ষর করেছে। ২০০৪ সালের জু মাসে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও হাংগেরির রাষ্ট্রীয় সফর শুরু করেন। এর ফলে দু'পক্ষের সংশ্লিষ্ট যৌথ প্রস্তাব স্বাক্ষরিত হয়েছে।

    ২০০২ সালে চীন ও হাংগেরি পুনবার " বৈজ্ঞানিক সহযোগিতা চুক্তি" স্বাক্ষর করেছে। ২০০৩ সালে দু'দেশের বাণিজ্যের পরিমাণ হয়েছে মোট ২.৫৮ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশটি হচ্ছে চীনা পর্যটক বাছাই করার প্রথম স্থান । চীন ও হাংগেরির উন্নয়নের সুষ্ঠু সম্পর্ক হয়েছে।