চীন ও জাপানের পূর্ব সাগর বিষয়ক অষ্টম দফা পরামর্শ ২৫ মে সকালে পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় বিভাগের পরিচালক হু চেং ইয়ে , জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় ব্যুরোর পরিচালক কেনিছিরো সাসাই এবং জ্বালানি সম্পদ বিভাগের পরিচালক হারুফুমি মোছিজুকি পরামর্শে উপস্থিত ছিলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ২৪ মে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, দু'দেশের নেতৃবৃন্দ পূর্ব সাগর বিষয়ে পৌঁছানোর মতৈক্য অনুযায়ী, চীন জাপানের সঙ্গে পরামর্শের প্রক্রিয়া ইতিবাচকভাবে ত্বরান্বিত করতে ইচ্ছুক। যাতে দু'পক্ষের গৃহিত অভিন্ন উন্নয়ন প্রস্তাব যথাশীঘ্র খুঁজে বের করা যায়।
গত এপ্রিলে চীন ও জাপানের নেতৃবৃন্দ পূর্ব সাগর বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ মতৈক্য পৌঁছেছেন।
|