চীন-আসিয়ান তথ্য মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলন ২৪ মে জাকার্তায় অনুষ্ঠিত হয়েছে। দু'পক্ষ চীন ও আসিয়ানের তথ্য সহযোগিতা জোরদার করাকে মত বিনিময় করেছে।
দু'পক্ষ মনে করে, এবারের সম্মেলন চীন ও আসিয়ানের তথ্য সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলার প্রতীক। এবারের সম্মেলন দু'পক্ষের সহযোগিতার বিষয়বস্তু উন্নত করা এবং শান্তি ও সমৃদ্ধি অংশীদারিত্বের সম্পর্ক ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিসের উপপরিচালক চিয়ে সিয়াও চিয়ে ভাষণে জোর দিয়ে বলেছেন, দু'পক্ষের তথ্য মাধ্যমের মধ্যে সহযোগিতা জোরদার করা হচ্ছে চীন ও আসিয়ান সার্বিক সহযোগিতা ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি দু'পক্ষের তথ্য মাধ্যমকে প্রচারের ক্ষেত্র বাড়ানো এবং দু'পক্ষের বিনিময় ও সহযোগিতার বৈচিত্র্য ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন।
|