গ্রামাঞ্চলে কৃষি শ্রমিকদের রেখে যাওয়া শিশুদের বেঁচে থাকা ও উন্নয়নের পরিবেশ উন্নতকরণ এবং তাদের সুষ্ঠু বিকাশ নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের যত্ন নেয়ার একটি ব্যাপক কার্যক্রম ২৫ মে পেইচিংয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ।
চীনের জাতীয় নারী ফেডারেশন , শিক্ষা মন্ত্রণালয় , গণ নিরাপত্তা মন্ত্রণালয় ও বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয় । এ কার্যক্রমের মাধ্যমে এ বিভাগগুলো শিক্ষা , স্বাস্থ্য রক্ষা ও সামাজিক ত্রাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতি ও বিধি প্রণয়ন করতে সংশ্লিষ্ট বিভাগকে তাগিদ দেবে । তাছাড়া চীন সরকার গ্রামাঞ্চলে থাকার ব্যবস্থাসম্পন্ন স্কুল নির্মাণ এবং যেসব স্কুল কৃষি শ্রমিকদের ছেলেমেয়েদের ভর্তি করেছে , সেসব স্কুলকে বিশেষ ভরতুকি দানের ক্ষেত্রে বরাদ্দ বাড়াবে
|