চীনের কৃষিমন্ত্রী সুন চেং ছাই সম্প্রতি দক্ষিণ-পশ্চিম চীনের কুই চৌ প্রদেশ পরিদর্শনের সময় বলেছেন , চীন বিপুল প্রয়াসের সংগে গ্রামাঞ্চলে জীবজাত জ্বালানীর উন্নয়ন ঘটাবে , যাতে দেশের জ্বালানীর সাশ্রয় ও গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্যে অবদান রাখা যায় ।
সুন চেং ছাই বলেছেন , অনুশীলন থেকে প্রমাণিত হয়েছে , গ্রামাঞ্চলে জীবজাত জ্বালানীর উন্নয়ন যেমন জ্বালানীর কাঠানো উন্নত , জ্বালানীর চাপ প্রশমন এবং গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসের পক্ষে অনুকুল , তেমনি কৃষি বৃদ্ধির পদ্ধতির পরিবর্তন ত্বরান্বিত , কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন , জীবনের খরচ কমানো এবং গ্রামাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নত করার জন্যেও কল্যাণকর ।
|