ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ বৃহষ্পতিবার দক্ষিণ-পশ্চিম শহর খুরামশাহরে বলেছেন , বহিরাগত চাপে পড়েও ইরান তার পরমাণু পরিকল্পনা বন্ধ করবে না । একই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ও পর পর ইরানের পরমাণু সমস্যায় তাদের নিজ নিজ মনোভাব প্রকাশ করেছে ।
ইইউ'র পালাক্রমিক চেয়ারম্যান দেশ জার্মানী বৃহষ্পতিবার এক বিবৃতিতে বলেছে , ইরান তার পরমাণু পরিকল্পনার স্বচ্ছতা বাড়লে এবং আন্তর্জাতিক আণবিক সংস্থার সংগে তার সহযোগিতা জোরদার করলেই কেবল ইরানের পরমাণু পরিকল্পনার উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশয় দূর করা যাবে ।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বৃহষ্পতিবার হোয়াইট হাউসে বলেছেন , ইরান এখনো আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি উপেক্ষা করে চলেছে । যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সংগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা করবে । রাশিয়ার সংসদের আপার সভার আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান মিখাইল মার্গেলোভ বৃহষ্পতিবার বলেছেন , রাশিয়া ও অধিকাংশ ইউরোপীয় দেশ মনে করে যে , নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলতে ইরানকে তাগিদ দেয়ার জন্যে সব ধরণের শান্তিপূর্ণ উপায় গ্রহণ করা উচিত ।
|