v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-25 11:07:19    
কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল-থানি

cri

    শেখ হামাদ বিন খালিফা আল-থানি ১৯৫০ সালে দোহায় জন্মগ্রহণ করেন। তিনি কাতারের সাবেক আমিরের বড় ছেলে। তিনি কাতারে প্রাথমিক, জুনিয়র ও হাই স্কুলে লেখাপড়া করেন। ১৯৭১ সালের জুলাই মাসে তিনি ব্রিটেনের স্যান্ডহারস্ট রাজকীয় সামরিক একাডেমি থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি কমান্ডার হিসেবে কাতারের সশস্ত্র বাহিনীতে অংশ নিয়ে প্রথম ব্যাট্যালিয়নের কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালের ফেব্রুয়ারী মাসে তিনি মেজর জেনারেলের মর্যাদা লাভ করে সশস্ত্র বাহিনীর প্রধান নির্বাচিত হন। ১৯৭৭ সালের মে মাসে তিনি প্রতিরক্ষামন্ত্রীর

পদে নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে কাতারের সামরিক প্রতিনিধি বহুবার আরব দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের সম্মেলন ও আরব উচ্চ পর্যায়ের সামরিক সম্মেলনে অংশ নেয়। ১৯৯৮ সালের মে মাসে তিনি কাতারের জাতীয় সর্বোচ্চ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯২ সালের সেপ্টেম্বর মাসে তিনি পুনরায় সশস্ত্র বাহিনীর সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৫ সালের জুন মাস থেকে তিনি কাতারের নবম প্রজন্মের আমিরের দায়িত্ব পালন করনে। জুলাই মাসে তিনি প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সেনাপতি পদে নিযুক্ত হন। ১৯৯৬ সালের অক্টোবর মাসে তিনি প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন।

    ১৯৯৯ সালের ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত তিনি চীন সফর করেন।