v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-29 20:22:47    
চীন স্বত্বাধিকার সংরক্ষণের কর্মসূচী নিয়েছে

cri
    ২৩ এপ্রিল ছিল বিশ্ব বইপত্র ও স্বতাধিকার দিবস । ব্যাপক জনসাধারণের মধ্যে স্বতাধিকার রক্ষার প্রয়োজনীয়তা প্রচারের জন্য চীন সরকার সমগ্র দেশে নানা কর্মসূচী গ্রহণ করে ।

    ১৯ এপ্রিল চীনের বিখ্যাত গণ বিশ্ববিদ্যালয়ে স্বত্বাধিকার রক্ষা সংক্রান্ত প্রথম বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করা হয় । চীনের জাতীয় স্বত্বাধিকার ব্যুরোর উদ্যোগে আয়োজিত এই বক্তৃতা অনুষ্ঠান দেশের বড় বড় শহরে অনুষ্ঠিত হবে । চীনের স্বত্বাধিকার রক্ষা বিভাগের দায়িত্বশীল ব্যক্তি চান হোন পো বলেছেন , বিভিন্ন স্থানে স্বত্বাধিকার রক্ষা সংক্রান্ত বক্তৃতা দেয়া ছাড়া বক্তৃতা দল স্থানীয় স্বত্বাধিকার রক্ষা কমর্কর্তা , নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন । তাদের এ সব কর্মসূচীর উদ্দেশ্য হলো স্বত্বাধিকার রক্ষার সঙ্গে নতুন ধরনের দেশ গড়ে তোলার সম্বনয় করা । এই কর্মসূচী এ বছরের শেষ নাগাদ চলতে থাকবে ।

    চীনের বিখ্যার সান ছেন কার্টুন ছবি তৈরী গোষ্ঠীর উপপ্রধান কো ইয়েন এই বক্তৃতা দলে অংশ নিয়েছেন । সান ছেন কার্টুন ছবি তৈরী গোষ্ঠী যে সব কার্টুন ছবি ও নাটক তৈরী করেছে , তা' চীনের ছেলেমেয়েদের সাধুবাদ পেয়েছে । এই গোষ্ঠীর রচিত কার্টুন নাটক চীনের প্রায় আট শ'টি টেলিভিশন কেন্দ্রে প্রচারিত হয়েছে এবং ত্রিশাধিক দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয়েছে । কো ইয়েন বলেছেন , একটি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন মেধা স্বত্ব সংরক্ষনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । সান ছেন গোষ্ঠীর প্রধান কাজ হলো ছেলেমেয়েদের পছন্দনীয় কার্টুন ছবি তৈরী করা । গোষ্ঠী উন্নয়নের দশ বছরে স্বত্বাধিকার রক্ষা আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কতর্ব্য । এটা স্বত্বাধিকার রক্ষা সংক্রান্ত বক্তৃতা দলে আমাদের গোষ্ঠীর অংশ নেয়ার প্রধান কারণ । আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে মিলিতভাবে স্বত্বাধিকার রক্ষার প্রচেষ্টা চালাতে আগ্রহী ।

    ২১ এপ্রিল অথার্ত বিশ্ব বইপত্র ও স্বত্বাধিকার দিবসের দুদিন আগে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বত্বাধিকার রক্ষা সংক্রান্ত একটি বিতর্ক প্রতিযোগিতাও শুরু হয়েছে । বিতর্ক প্রতিযোগিতার আগে প্রতিযোগীরা সমগ্র দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আসল সিডি ও ভিসিডিকে সমর্থনের জন্য নকল সিডি ও ভিসিডি না কেনা না ব্যবহারের আহ্বান জানিয়েছেন। প্রস্তাবপত্রে বলা হয়েছে , আমাদের সচেতনভাবে নকল সিডি ভিসিডি প্রতিরোধ করতে হবে । আসল সিডি ভিসিডিকে সমর্থন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীদের সেচ্ছায় নকল সিডি ও ভিসিডি ব্যবহার ও প্রচার না করা আহ্বান জানাচ্ছি । গত বছর চীনের জাতীয় স্বত্বাধিকার ব্যুরো সমগ্র চীনের মাধ্যমিক স্কুলগুলোতে নকল সিডি ও ভিসিডি ব্যবহার প্রতিরোধের কমর্সূচী নিয়েছিল , এবছর প্রধানতঃ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার অভিযান চালাবে ।

    স্বত্বাধিকার রক্ষার প্রয়োজনীয়তা প্রচারের জন্য চীনের সংগীত সমিতি ও জাতীয় স্বত্বাধিকার ব্যুরোর যৌথ উদ্যোগে চীনের বিভিন্ন স্থানে স্বত্বাধিকার রক্ষা করুন , সুরকারকে উত্সাহ দিন ' নামে রচিত সুর ও গানের একটি অনুষ্ঠান আয়োজন করেছে । এ সমিতির মহাসচিব ছু চিন মিন বলেছেন , ১৬-১৭ বছর আগেই চীনে স্বত্বাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে । তবে এ ব্যবস্থা সম্পর্কে সমাজের সবাই পরিচিত নয় । কাজেই স্বত্বাধিকার ব্যবস্থা জনপ্রিয় ও প্রচার করা দরকার । আমি মনে করি স্বত্বাধিকার রক্ষার মূল অর্থ হলো লেখক ও গীতিকারদের রচনাকে সম্মান প্রদশর্ন ও উত্সাহ দেয়া ।

   ২০০৭ সালের স্বত্বাধিকার সংরক্ষন কর্মসুচীর মধ্যে আরো আছে ইন্টারনেটের স্বত্বাধিকার সংরক্ষন সম্পর্কিত ব্যঙ্গচিত্র প্রদশর্নী । চীনের জাতীয় স্বত্বাধিকার ব্যুরোর দায়িত্বশীল ব্যক্তি ওয়াং চি ছিয়ান বলেছেন , ২০০৪ সাল থেকে চীন প্রতি বছরই জনসাধারণের মধ্যে স্বত্বাধিকার রক্ষা সম্পর্কিত প্রচার অভিযান চালায় । এ বছর আমরা যে সব কর্মসূচী গ্রহন করবো , তার সংখ্যা গত কয়েক বছরের চেয়ে বেশি । আমাদের এ সব কর্মসূচীর উদ্দেশ্য হলো নিজ জাতির আত্মরক্ষা চেতনা উন্নত করা , মেধা স্বত্ব রক্ষায় সম্পর্কে গোটা সমাজের চেতনা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে চীনের প্রতিদ্বন্দ্বী সামর্থ্য বাড়ানো । এ সব কর্মসুচীর মাধ্যমে চীনে মেধা স্বত্ব রক্ষা এবং নকল সিডি ও ভিসিডি প্রতিরোধের পরিবেশ সৃষ্টি করা । তিনি জোর দিয়ে বলেছেন , স্বত্বাধিকার রক্ষা শুধু আইনের উপর নির্ভর করলে স্বত্বাধিকার রক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি সম্ভব হবে না । এ সম্পর্কে সমাজের নাগরিকদের উপলব্ধি উন্নত করা ও অংশ নেয়া স্বত্বাধিকার রক্ষার মৌলিক কাজ ।