হংকংয়ের চিত্র পরিচালক লিন ই হুয়া ছোটবেলা থেকে নাটক লেখা শুরু করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত নাটক দল "জুনি ইকোসাহেড্রন"এর উদ্যক্তাদের মধ্যে একজন। এই নাটক দলকে হংকংয়ের শ্রেষ্ট নাটক দল বলা হয়। লিন ই হুয়ার নাটক অদ্ভুত, কল্পনাপূর্ণ ও বিচিত্র বলে বিখ্যাত হয়। গত বিশ বছরে লিন ই হুয়া চল্লিশটিরও বেশি নাটক সৃষ্টি করেছেন। তার নতুন কর্ম "ম্যাদাম বোভারি" একটি পরীক্ষামূলক নাটক বলা যায়। তিনি বলেছেন:
"আমি ফ্রান্সের একটি বিখ্যাত উপন্যাস "ম্যাদাম বোভারি" থেকে এই নাটক রচনা করার ধারণা পেয়েছি। ফ্রান্সের লেখক গুস্টাভ ফোউবার্ট ১৫০ বছর আগে এই উপন্যাস লিখেছেন। এই উপন্যাসের সঙ্গে আসলে আধুনিক সমাজের সঙ্গে কিছু মিল আছে। আমি আধুনিককালের পটভূমিতে এই নাটক নতুন করে রচনা করার চেষ্টা করছি। এতে ১২জন অভিনেতা অভিনয় করেন।"
অভিনেতারা অভিনয়ের সময়ে উপন্যাস থেকে নিজের প্রিয় অংশ বেছে নিয়ে আবৃত্তি করে। এই আবৃত্তি দর্শকদের মজার ঘটনা থেকে গভীর চিন্তায় জগ্ন করে। এই নাটকে আরেকটি আকর্ষনীয় অংশ আছে, তা হলো অভিনেতাদের মঞ্চে অপ্রস্তুভাবে নতুন অংশ যোগ করা। লিন ই হুয়া বলেন প্রতিটি লোক যেন ম্যাদাম বোভারি, তাদের নিজেদের আকাঙ্ক্ষা ও পরিকল্পনা আছে। তারা কিছু জিনিসের উপর ভীষণ আগ্রহী।
লিন ই হুয়া একটি বড় পরিবারে জন্ম নিয়েছেন। তার ১০জনেরও বেশি মামি ও ফুফু আছে এবং তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাই তিনি সব সময় মহিলাদের উপরে দৃষ্টি রাখেন। আধুনিককালের মহিলাদের বিয়ে, সুখ, অধিকার ও আকাঙ্ক্ষা তার আগ্রহের বিষয়। তিনি বলেছেন:
"রাস্তার পোস্টার এবং মহিলাদের পণ্যদ্রব্য যেন ম্যাদাম বোভারি'র কাছে বিজ্ঞাপন । মহিলাদের মতে, যদি তারা সুন্দর হয় তাহলে সুখ পাবে। তাই সুন্দর হওয়ার জন্য তারা অনেক কিছু করতে পারে। কিন্তু আধুনিককালে মহিলাদের জন্য বেছে নেয়ার পদ্ধতি বেশি হয়েছে। স্বাধীনতা বেশি পাওয়ার পর থেকে তারা অথচ বেছে নেয়ার অধিকার এড়ানোর চেষ্টা করছে। এ দেখে আমার একটু দুঃখ লাগে। এই অনুভূতি খুব জটিল। কেন আমরা নিজের চাওয়াও নিয়ন্ত্রণ করতে পারি না?"
লিন ই হুয়া নিখুঁত-প্রিয় লোক। তিনি অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞ। গানও লিখেছেন এবং চলচিত্র উত্সবের আয়োজনও করেছেন। তিনি কোরামের জন্য প্রবন্ধ লিখেন। ফ্যাশেন নিয়ে তার বিশেষ ধারণা আছে। এ নিয়ে লিন ই হুয়া বলেছেন:
"আমার মনে হয় ফ্যাশেন যেন এক রকম অধিকার। আজকের দিনে ফ্যাশন কেন এত জনপ্রিয় হয়ে উঠেছে? কারণ অনেকেরই এর মাধ্যমে নিজের মতামত প্রকাশ করার ইচ্ছা আছে। যেমন আমি যদি একটি সুন্দর বেগ পরি। তাহলে অনেকে আমার দিকে তাকাবে। ক্রমাগত আমি এ ক্ষেত্রের বিশেষজ্ঞ হতে পারবো। তখন আমি এই ক্ষেত্রের অধিকারি হতে পারবো এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো।"
লিন ই হুয়া এখন একটি কাজ করছেন, তা হলো চীনের প্রাচীনকালের চারটি বিখ্যাত উপন্যাস নাটক হিসেবে পুনর্নিমান করা। তিনি প্রতিটি উপন্যাসের মধ্যে আধুনিককালের জীবনের অংশ যুগিয়ে দেন। তিনি বলেছেন, ফ্যাশন হলো এক রকম শক্তি। এই শক্তি অধিকার করলে নিজেকে খুব ভাল মনে হবে। ফ্যাশন সম্পর্কে লিন ই হুয়ার গবেষণা ও পরিদর্শন এখনো চলছে। তিনি আশা করেন এই বিষয়ে তার আরো বেশি ফলাফল হবে।
1 2 3
|