চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ২৪ মে পেইচিংয়ে ঘোষণা করেছেন , চীন-জাপান অষ্টমদফা পূর্ব সাগর সমস্যা সংক্রান্ত আলোচনা ২৫ মে থেকে পেইচিংয়ে শুরু হবে ।
২৪ মে এক নিয়মিত সংবাদ সম্মেলনে একজন সংবাদদাতার এক প্রশ্নের উত্তরে চিয়াং ইয়ু বলেন , চীন জাপানের সংগে মিলে পূর্ব সাগর সমস্যায় দু দেশের নেতাদের গুরুত্বপূর্ণ অভিন্ন উপলব্ধি অনুসারে উদ্যোগের সংগে আলোচনার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাবে , যাতে অবিলম্বে উভয় পক্ষের জন্যে গ্রহণযোগ্য সম্মিলিত উন্নয়ন সংক্রান্ত উপায় খুঁজে বের করা যায় ।
গত এপ্রিল মাসে চীন ও জাপানের নেতারা পূর্ব সাগরে ৫টি সমস্যায় গুরুত্বপূর্ণ অভিন্ন উপলব্ধিতে উপনীত হন ।
|