বর্তমানে চীনের শহরবাসীদের সংখ্যা ৫৭ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে । চীনের নগরায়নের মান এখন ৪৩.৯ শতাংশে উন্নীত হয়েছে । এতে প্রমাণিত হয়েছে যে , চীনে দ্রুত নগরায়ন হচ্ছে ।
২৪ মে দক্ষিণ চীনের নান নিং শহরে অনুষ্ঠিত চীন-ভিয়েতনাম নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সেমিনার থেকে এ তথ্য জানা গেছে ।
সেমিনারে চীনের পূর্ত মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছি চি বলেছেন , চীনে সংস্কার ও উন্মুক্তার নীতি চালু হওয়ার পর গঠনকাজের প্রাণবন্ত বিকাশ ঘটেছে । ফলে একের পর এক নবোত্থিত শহর গড়ে উঠছে । কেন্দ্রীয় শহরগুলোর সামর্থ্য দিন দিন উন্নত হচ্ছে । ছোট ছোট শহরেরও দ্রুত উন্নয়ন হচ্ছে ।
|