ন্যাটোর মহাসচিব জাপ দে হুপ শেফার ২৩ মে ইতালির দক্ষিণাঞ্চলের তারান্তো সামরিক বন্দরে বলেছেন, চীনের সঙ্গে ন্যাটোর সম্পর্কের উন্নয়ন এখন সুষ্ঠু। ন্যাটো চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক।
ন্যাটো এদিন ইতালির দক্ষিণাঞ্চলের ভূমধ্য সাগরের সামুদ্রিক অঞ্চলে নৌ-বাহিনীর সন্ত্রাস দমন মহড়া আয়োজন করে। মহড়া শেষ হওয়ার পর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জাপ দে হুপ শেফার চীনা সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময় উল্লেখিত কথা বলেছেন। তিনি বলেন, ন্যাটো মনে করে, চীন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দেশ। ন্যাটো চীনকে অগ্রাহ্য করবে না। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ন্যাটোর মনোভাব ইতিবাচক।
এদিন ন্যাটোর সন্ত্রাস দমন মহড়ায় পরিদর্শন করা ন্যাটো সামরিক কমিটির চেয়ারম্যান রেমন্ড হেনাল্ট রুজভেল্ট নামক ক্ষেপণাস্ত্র-বাহী ডেস্ট্রয়ারে চীনা সংবাদদাতাদেরকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন, রাজনৈতিক পর্যায়ের আদান-প্রদান ছাড়া, ন্যাটো আশা করে, যত তাড়াতাড়ি সম্ভব চীনের সঙ্গে সরাসরি সামরিক আদান প্রদান চালানো হবে।
|