চীনের পেইচিং চোং কুয়ানছুন বৈজ্ঞানিক এলাকা এবং জাপানের কান্সাই সাইন্স সিটি ২৪ মে পেইচিংয়ে মিলিতভাবে বিজ্ঞান বিনিময় বিষয়ক সম্মেলন আয়োজন করেছে। এবারের বিনিময় সম্মেলনের উদ্দেশ্য হলো দুই বিজ্ঞান এলাকার আদান-প্রদান ও সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া।
জাপানের কান্সাই সাইন্স সিটির সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও রাজনৈতিক মহলের প্রতিনিধিরা এবারের বিনিময় সম্মেলনে অংশ নেন। তাঁরা চোং কুয়ানছুন বিজ্ঞান এলাকার প্রতিনিধিদের সঙ্গে দু'দেশের বৈজ্ঞানিক সহযোগিতার ভবিষ্যত ও সুযোগ অণ্বেষন করেছেন।
চোং কুয়ানছুন বৈজ্ঞানিক এলাকা হচ্ছে চীনের বৃহত্তম দেশীয় পর্যায়ের বৈজ্ঞানিক এলাকা। জাপানের কান্সাই সাইন্স সিটি হচ্ছে জাপানের দেশীয় পর্যায়ের বৈজ্ঞানিক এলাকা। দু'পক্ষ ২০০৫ সালে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে জোর দিয়ে বলা হয়েছে, দু'পক্ষের উচিত সক্রিয়ভাবে বিনিময়ের মঞ্চ স্থাপন করা, সহযোগিতা করা এবং পারস্পরিক বৈজ্ঞানিক এলাকার বিশ্ব বিদ্যালয়, গবেষণা বিভাগ ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতায় সাহায্য করা।
|