সর্বশেষ এক তদন্ত থেকে জানা গেছে , চীনের দ্বিতীয় শ্রেণীর জাতীয় সংরক্ষিত প্রাণী ও তিব্বতের দুর্লভ লাল হরিণের সংখ্যা এখন ২ হাজার ৪ শ' ছাড়িয়ে গেছে ।
তিব্বতের শান নান বিভাগের সাং রি জেলার প্রধান ফুরবু দোনদ্রাপ২৪ মে আমাদের সংবাদদাতাকে বলেছেন , গত কয়েক বছরে বহু সংখ্যক ব্যবস্থাপনা ও সংরক্ষণ কর্মীদের স্বেচ্ছামূলক রক্ষনাবেক্ষণে নির্ধারিত ১০০ বর্গকিলোমিটার সংরক্ষিত এলাকায় তিব্বতের লাল হরিণ আরামে বসবাস করছে । পাশাপাশি এ জেলার জনসাধারণের লাল হরিণ সংরক্ষণের সচেতনতাও অনেক বেড়েছে । কোনো কোনো লোক যে অবৈধভাবে লাল হরিণ শিকারের কাজে লিপ্ত রয়েছে , এ জেলার কৃষি ও পশু পালন বিভাগ ও গণ নিরাপত্তা বিভাগও তাদের উপর আঘাত হানার কাজ জোরদার করেছে । এসব ব্যবস্থা তিব্বতের লাল হরিণের প্রজনন ও জীবনযাপনের জন্যে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছে ।
উল্লেখ্য যে , দেড় শ' বছর আগে বিজ্ঞানীরা সর্বপ্রথম তিব্বতের লাল হরিণের সন্ধান পান । গত শতাব্দির নব্বইয়ের দশকের আগে কিছু সময়ের জন্যে আন্তর্জাতিক বন্য প্রাণী মহল মনে করতেন যে , তিব্বতের লাল হরিণের বিলুপ্তি ঘটেছে । তবে ১৯৯০ সালে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংগঠন তিব্বতের সাং রি জেলায় লাল হরিণের সন্ধান পেয়েছেন ।
|