আনহুই হচ্ছে পূর্ব চীনের একটি অন্তর্দেশীয় প্রদেশ। মোট আয়তন ১ লাখ ৩৯ হাজার ৬০০ বর্গকিলোমিটার, চীনের মোট আয়তনের প্রায় ১.৪৫ শতাংশ ।
আনহুই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিক উচু আর উত্তর-পূর্ব দিক নিচু। ইয়াংসি নদী ও হুইহো নদী পুরো প্রদেশে অতিক্রম করেছে। এখানে প্রধান পাহাড়গুলোর মধ্যে রয়েছে দাবিয়েশান পাহাড়, হুয়াংশান পাহাড়, চিউহুয়াংশান পাহাড় ও টিয়েনচুশান পাহাড়। এর মধ্যে সর্বোচ্চ পর্বত হচ্ছে হুয়াংশান পাহাড়ের পদ্ম পর্বত। এর সমুদ্রসমতল থেকে উচ্চতা ১৮৬০ মিটার।
আনহুই প্রদেশে ২ হাজারটিরও বেশি নদী ও ১১০টি হ্রদ রয়েছে। নাম করা নদীগুলো হচ্ছে ইয়াংসি নদী, হুইহো নদী, সিনআন নদী ইত্যাদি।আনহুই প্রদেশের ভূমি সম্পদ, জীব সম্পদ, জল সম্পদ ও খনিজ সম্পদসহ নানা প্রাকৃতিক সম্পদ প্রচুর।
শেনচিন হ্রদ প্রাকৃতিক সংরক্ষণ এলাকা চীনের আনহুই প্রদেশের তুংচি জেলায় অবস্থিত। এর আয়তন প্রায় ৩০ হাজার হেক্টর। এটা হচ্ছে চীনের জাতীয় পর্যায়ের প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল। প্রতি বছরের শরত্ থেকে বসন্তকাল পর্যন্ত হাজার হাজার যাযাবর পাখি শেনচিন হ্রদের প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় এসে বাস করে।
শেনচিন হ্রদ হচ্ছে চীনের যাযাবর পাখিগুলোর একটি প্রধান বাসস্থান। প্রতি বছর সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া থেকে ১৭০ ধরনেরও বেশি পাখি শেনচিন হ্রদে এসে শীতকাল কাটায়। ফলে শেনচিন হ্রদ "পাখিগুলোর স্বর্গ" বলে সুপরিচিত।
শেনচিন হ্রদ প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় চীনের সর্বাধিক সাদা মাথা সারস বাস করে। বিশ্বের সাদা মাথা সারসের মোট সংখ্যার ৫ শতাংশ শেনচিন হ্রদে আছে। এখন পৃথিবীতে কেবল ৭০০০টি সাদা মাথা সারস রয়েছে, ফলে এ প্রাণী হচ্ছে বিশ্বের বিলুপ্তপ্রায় প্রাণী এবং চীনের জাতীয় প্রথম পর্যায়ের সংরক্ষিত প্রাণী। তা ছাড়া শেনচিন হ্রদে আরো রয়েছে লাল মাথা সারস ও হংস-শাবকসহ নানা মূল্যবান পাখি।
বৃদ্ধ মাঝি চাং আন ছাই ৩০ বছর ধরে শেনচিন হ্রদ সংরক্ষণ এলাকার খেয়ায় নৌকা চালিয়ে আসছেন। তিনি বলেছেন, "একসময় আমি আকাশে দশ হাজারও বেশি পাখি উড্ডয়ন দেখেছি। চমত্কার। একই ধরনের পাখিরা এক সাথে উড়ে যায়। বিভিন্ন ধরনের পাখি একসঙ্গে উড্ডয়ন করে না। আকাশে তাদের উড্ডয়নের আকারও ভিন্ন। ডাকের শব্দও ভিন্ন।"
ম্যাডাম ই লি শেনচিন হ্রদ সংরক্ষণ এলাকায় মাত্র এক বছর কাজ করেছেন। তিনি পাখি নিয়ে গবেষণা কাজ করেন। তিনি বলেছেন, "আমার মনে আছে, একবার আমি হ্রদে প্রায় ৫০ হাজার পাখি দেখেছি। তখন আমার মনে কি আনন্দ পেয়েছি। সত্যি সত্যি মধু খাওয়ার মতো অনুভূতি পেয়েছি।"
কেন এতো বেশি যাযাবর পাখি শেনচিন হ্রদের প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় এসে শীতকাল কাটায়?
স্থানীয় বিশেষজ্ঞরা জানিয়েছেন, শেনচিন হ্রদ হচ্ছে পৃথিবীতে একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ জলাভূমি। জলাভূমিতে পানির গভীরতা ছয় মিটার । এটা হচ্ছে যাযাবর পাখিগুলোর একমাত্র বেচে থাকার উপযুক্ত জায়গা। শেনচিন হ্রদে বিস্তীর্ণ ঘাস ও তীর আছে। সেখানে যাযাবর পাখিগুলোর প্রধান খাবার ছোট মাছ ও চিংড়ি মাছ , ঘাসের মূল ও শাক-সব্জি প্রচুর। ঘন ঘন নলখাগড়া যাযাবর পাখির জন্য বাতাস ও বৃষ্টি রোধ করতে পারে। ফলে এখানে পাখিরা শীতকাল কাটানোর জন্য প্রচুর খাবার ও সুষ্ঠু বসবাসের পরিবেশ পায়।
প্রতি বছর বহু দেশি বিদেশি গবেষক ও পর্যটকরা বিশেষ করে শেনচিন হ্রদে এসে পাখি দেখেন। শেনচিন হ্রদ প্রাকৃতিক সংরক্ষণ এলাকার প্রশাসনিক ব্যুরোর পরিচালক চেন ইউয়ান ছি জানিয়েছেন, "বিশ্ব প্রকৃতি তহবিলের মিঃ জিম হারিস প্রথমে শেনচিন হ্রদ পরিদর্শন করেন। শেনচিন হ্রদে এতো বেশি সংখ্যক ও এতো বেশি ধরনের পাখি থাকা তাকে অবাক করেছে। তারপর অস্ট্রেলিয়া, রাশিয়া ও জাপানের বিশেষজ্ঞ ও সংবাদদাতারাও এখানে এসেছিলেন।"
বন্ধুরা, শীতকালে শেনচিন হ্রদ অঞ্চলের আবহাওয়া ভালো।হ্রদের পানি বরফে পরিণত হয় না। ফলে শীতকাল থেকে বসন্তকাল পর্যন্ত হচ্ছে এখানে পাখি দেখার শ্রেষ্ঠ সময়।
|