২৩ মে চীনের প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাওয়ের পরিচালিত রাষ্ট্রীয় পরিষদের এক স্থায়ী অধিবেশনে সারা চীনদেশের গ্রামাঞ্চলে নিম্নতম জীবন যাপনের নিশ্চয়তাব্যবস্থা গড়ে তোলার ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে।
অধিবেশনে বলা হয়েছে, সংস্কার ও উন্মুক্তকরন চালু হওয়ার পর থেকে অর্থনীতির একটানা দ্রুত গতিতে বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে চীনের দারিদ্র বিমোচনের উন্নয়ন এবং সমাজের প্রতি ত্রাণ অবিরাম জোরদার হয়েছে। বতর্মানে সারা চীনদেশে গ্রামাঞ্চলে নিম্নতম জীবন যাপনের নিশ্চয়তার ব্যবস্থা সার্বিকভাবে প্রতিষ্ঠার শর্ত মোটামুটি পরিপক্ক হয়েছে। এই কাজ ভালভাবে করা হলে, শহর ও গ্রামাঞ্চলের মধ্যে ব্যবধান ধাপে ধাপে কমানো, সামাজিক ন্যায় রক্ষা করা এবং সমাজতন্ত্র ও সুষম সমাজের গঠনকাজ ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্যসম্পন্নহবে ।
|