পিপলস ডেইলি পত্রিকার একটি খবরে বলা হয়েছে, চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২০ সাল নাগাদ চীনের জ্বালানী কাঠামোতে নবায়নযোগ্য জ্বালানীর অনুপাত বতর্মানের ৭ শতাংশের কাছাকাছি থেকে ১৬ শতাংশের কাছাকাছি বাড়বে।
জানা গেছে, বতর্মানে চীনের নবায়নযোগ্য জ্বালানীর উন্নয়ন প্রযুক্তি ধাপে ধাপে পরিপক্ক হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানী উন্নয়নের অর্থনৈতিক মূল্যয়ন ক্রমাগত উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে উত্পাদনের মূল্যও স্পষ্টভাবে কমে গেছে। তা ছাড়া, গত বছর চীনে " নবায়নযোগ্য জ্বালানী আইন" কার্যকর হওয়ায় আইন অনুযায়ী এই ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত হয়েছে।
জানা গেছে, নবায়নযোগ্য জ্বালানী উন্নয়নে চীন সরকার বিশেষ তহবিল স্থাপনের পরিকল্পনা নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানীকে কাজে লাগানোরক্ষেত্রে নিয়োজিত শিল্প-প্রতিষ্ঠানগুলোর জন্য কর আদায়ের ব্যাপারে কিছুটা সুবিধা দেয়া হবে। যাতে নবায়নযোগ্য জ্বালানী উত্পাদন শিল্প শীঘ্রই বিকশিত হয়।
|