সিনহুয়া বার্তা সংস্থার এক খবরে বলা হয়েছে, ২০০৩ সালের পর চীনের বন্দরের মাল বোঝাই ও খালাসের পরিমাণ একটানা ৪ বছর ধরে বিশ্বের প্রথম হয়েছে। ২০১০ সাল নাগাদ চীনের বন্দরের মাল বোঝাই ও খালাসের পরিমাণ ৮০০ কোটি টনে পৌঁছাবে এবং কাটনের মাল বোঝাই ও খালাসের পরিমাণ ১৭ কোটি স্টেন্ডেট কাটনে দাড়াবে।
" চীনের আর্ন্তজাতিক বন্দর সংক্রান্ত শীর্ষ সম্মেলন ২০০৭ " ২২ মে চীনের উত্তরাংশের শহর --তিয়েচিনে অনুষ্ঠিত হয়। চীনের যোগাযোগ ও পরিবহণ সোসাইতির মহা পরিচালক জিয়েন ইয়ং ছান সম্মেলনে ব্যাখ্যা করে বলেছেন, ২০০৬ সালে চীনের বন্দরের মাল বোঝাই ও খালাসের পরিমাণ ছিল ৫৬০ কোটি টনে, কাটনের মাল বোঝাই ও খালাসের পরিমাণ ছিল ৯ কোটি ৩০ লাখ স্টেন্ডেটন । ২০০৬ সালে চীনের ১৩টি বন্দের মাল বোঝাই ও খালাসের পরিমাণ ১০ কোটি টন ছাড়িয়ে যায়। এ সব বন্দরের মধ্যে সাংহাই বন্দরের মাল বোঝাই ও খালাসের পরিমাণ বিশ্বের প্রথম স্থান অধিকার করে।
|