কি বলবো তোমায়
আমার প্রাণ নাকি আমার জান
না ভালোবাসার গান।
কি শোনাবো তোমায়
আমার কবিতা নাকি মনের কথা
না হৃদয়ের ব্যথা
কি জানাবো তোমায়
আমার আনন্দ নাকি আমার দুঃখ
না মনের কষ্ট।
কি বোঝাবো তোমায়
আমার প্রেমের কথা নাকি চোখের ভাষা
এ যে আমার অন্তহীন ভালোবাসা।
---বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামাসনা গ্রামের সোনামাসনা মিতালী ইন্টারন্যাশনাল ক্লাবের সেক্রেটরি মো: দোলন খান।
|