চীনের ভাইস-প্রেসিডেন্ট চেং ছিংহোংয়ের সঙ্গে ২৩ মে পেইচিং সফররত ভারতের স্টাফ প্রধান কমিটির চেয়ারম্যান ও স্থল বাহিনীর স্টাফ প্রধান যুগিন্দর যশোবন্ত সিং সাক্ষাত করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে চীন-ভারত সম্পর্ক উন্নয়নের চেং ছিংহোং ইতিবাচক মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, চীন ও ভারতের সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব ও পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা উন্নয়ন করা, অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়ন বর্তমান ও ভবিষ্যতের জন্য কল্যান বয়ে আনবে। চীনা জনগণ ভারতের জনগণের সঙ্গে বংশ পরম্পরায় ভালো প্রতিবেশী, ভালো অংশীদারিত্ব ও ভালো বন্ধুত্ব করতে ইচ্ছুক।
সিং বলেছেন, ভারত চীনের সঙ্গে শান্তি ও সমৃদ্ধ কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন উচ্চ মানের গুরুত্ব দেয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতিতে অব্যাহতভাবে ভারত-চীন মৈত্রী ত্বরান্বিত ও আরো গভীর করতে ইচ্ছুক।
|