চীন সরকারের দারফুর সমস্যার বিশেষ প্রতিনিধি লিউ কুইচিন ২২ মে সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চল সফর করেছেন এবং স্থানীয় পরিস্থিতি অনুধাবন করেছেন।
লিউ কুইচিন যথাক্রমে উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশির এবং দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নিয়ালা সফর করেন। তিনি স্থানীয় তিনটি শরণার্থী শিবির, এল ফামির শহরের প্রধান রাস্তা ও বাজার পরিদর্শন এবং স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলেছেন।
লিউ কুইচিন দুই রাজ্যের গভর্ণরসহ স্থানীয় কর্মকর্তা এবং বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি রাজ্যের সংসদে এবং অভ্যর্থনা জনসমাবেশে ভাষণ দিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, চীন সরকার আশা করে, দারফুর সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সঠিকভাবে সমাধান করা হবে। যাতে এই অঞ্চলে সার্বিক, স্থিতিশীল শান্তি বাস্তবায়িত হয়।
|