যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা , ডেমোক্র্যাট সদস্য স্টেনি এচ হোয়ের মংগলবার বলেছেন , কংগ্রেস জরুরী ভিত্তিতে যুদ্ধ অর্থ বরাদ্দ সংক্রান্ত একটি বিল উত্থাপন করবে এবং বিলটির উপর ভোট নেয়ার ব্যবস্থা করবে । বিলটিতে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের কোনো সময়সীমা থাকবে না । অথচ ডেমোক্র্যাটিক পার্টি আগামী অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনার সময় ইরাক যুদ্ধের অবসান ঘটানোর জন্যে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে ।
হোয়ের বলেন , যেহেতু প্রেসিডেন্ট ব্যক্ত করেছেন যে , তিনি সৈন্য প্রত্যাহারের সময়সূচীসহ অর্থ বরাদ্দের কোনো বিল স্বাক্ষর করবেন না , সেহেতু কংগ্রেস সৈন্য প্রত্যাহারের সময়সূচীবিহীন বিল আনতে বাধ্য হবে ।
কংগ্রেসের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন , নতুন বিলটি রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে ইরাক সরকারের জন্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে ।
|