মার্কিন গণ-মাধ্যমের ২২ মে প্রকাশিত এক খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী আই এই ই এই'র মহা পরিচালক মোহামেদ আল বারাদেই'র ইরানের কিছু ইউরোনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা আগলে রাখার অধিকার আছে এ ধরনের ভাষণের ক্ষোভ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।
নাম প্রকাশে অনুচ্ছুক মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী চারটি দেশের রাষ্ট্রদূত চলতি সপ্তাহে বারাদেই'র সঙ্গে সাক্ষাত্ করবেন এবং ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত ভাষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করবেন।
|