উত্তর লেবাননের নাহর আল বারেদ শরণার্থী শিবিরের ফাতাহ আল ইসলাম সংগঠন মংগলবার একতরফাভাবে যুদ্ধ বিরতি ঘোষণার পর এক ঘন্টারও কম সময়ের মধ্যে আবারো লেবাননী বাহিনীর সংগে সংঘর্ষে লিপ্ত হয় । আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন উপায়ে লেবাননের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে লেবাননের বাহিনী ও নিরাপত্তা বাহিনীর উপর হামলার নিন্দা করেছেন এবং অবিলম্বে সংঘর্ষের অবসান ঘটানো এবং লেবাননে নিরাপদ পথ স্থাপন করার আহবান জানিয়েছেন , যাতে মানবিক ত্রাণ তত্পরতা চালানো যায় ।
ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমেলেদ্দীন ইহসানোগলু জোর দিয়ে বলেন , তার সংস্থা লেবাননের বাহিনীর তত্পরতাকে সমর্থন করে । তবে লেবানন সরকারের পক্ষে স্থানীয় ফিলিস্তিনী শরণার্থী শিবিরের সকল জনগণের নিরাপত্তা রক্ষা করা প্রয়োজন ।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেম মংগলবার বান কি মুনের সংগে এক টেলিফোন আলাপে উত্তর লেবাননের বর্তমান অবনত হয়ে যাওয়া নিরাপত্তা পরিস্থিতি ও মানবিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেণ ।
লেবানন সফররত ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উর্ধতন প্রতিনিধি জ্যাভিয়ের সোলানা জোর দিয়ে বলেছেন , ইইউ লেবনন সরকার ও বাহিনীর প্রতি সমর্থন দিয়ে যাবে ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিয়ান ম্যাকোর্ম্যাক বলেছেন , মার্কিন সরকার এখন লেবানন সরকারের কাছে নতুন সামরিক সাহায্য দেয়ার কথা ভাবছে ।
|