v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-23 13:48:10    
তাইওয়ানবাসীদের পরিসেবা প্রদানের কাহিনী

cri

    গত কয়েক বছর চীনের সবচেয়ে বড় শহর শাংহাইয়ের অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং তাইওয়ান প্রণালীর দুই পাড়ের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ঘন ঘন বিনিময়ের সংগে সংগে শাংহাই ক্রমেই মাতৃভূমিতে তাইওয়ানবাসীদের পুঁজি বিনিয়োগের একটি প্রধান স্থানে পরিণত হয়েছে । যেসব তাইওয়ানবাসী দীর্ঘদিন ধরে শাংহাইতে বসবাস করছেন , স্বাভাবিকভাবে সেসব তাইওয়ানবাসী তাদের কাজে ও জীবনে অসুবিধার সম্মুখীণ হন । এমন সময় সর্বপ্রথমে শাংহাই পৌর গণ সরকারের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের কথা তাদের মনে পড়ে । 

    কিছুদিন আগে শাংহাইতে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় । দীর্ঘকাল ধরে শাংহাইতে অবস্থানরত ও কর্মরত তাইওয়ানবাসীরা এ আলোচনা সভায় অংশ নিয়েছেন । সভায় শাংহাই পৌর সরকারের নেতৃবৃন্দ ও তাইওয়ান বিষয়ক কার্যালয়ের প্রধান প্রধান কর্মকর্তা মনোযোগের সংগে তাইওয়ানবাসীদের মতামত শুনেছেন এবং মাঝেমধ্যে তাদের মতামত লিখে নিয়েছেন । আলোচনা সভায় তাইওয়ানবাসীরা তাদের নিজেদের অভিজ্ঞতা রর্ণনা করেছেন । শাংহাই তাইওয়ানী পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান সমিতির চেয়ারম্যান লি মাও শেং বলেছেন ,

    আমি সবসময় মনে করি যে, শাংহাইতে এসে আমি ঠিক করেছি । এ পর্যন্ত আমার অসুবিধা এবং আমার জানা অন্য তাইওয়ানী ব্যবসায়ীদের অসুবিধা সবই নিষ্পত্তি করা হয়েছে । বিশেষ করে শাংহাই তাইওয়ান বিষয়ক কার্যালয়ের নেতারা শত ব্যস্ততার মধ্যেও প্রায়সই আমাদের তাইওয়ানী ব্যবসায়ীদের কারখানায় পরামর্শ করতে আসেন । আমাদের উপর তাদের এ রকম যত্ন ও পরিচর্যা দেখে আমরা সবসময় মনে করি যে , আমরা যেন নিজেদের বাড়িতে আছি ।

    শাংহাই পৌর সরকার প্রতিবছর একবার করে এ রকম আলোচনা সভার আয়োজন করে । আলোচনা সভায় শাংহাইয়ের সংশ্লিষ্ট মহলের নেতারা তাইওয়ানবাসীদের সংগে মিলে অন্তরংগ পরিবেশে আলাপ-সালাপ করেন , গেল বছরের সুন্দর স্মৃতি পর্যালোচনা করেন এবং নতুন বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ।

    শাংহাই চীনের পূর্ব সাগর ও ইয়াংসি নদীর সংযোগস্থলে অবস্থিত । শাংহাই হচ্ছে চীনের বৃত্তম বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্র এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্দর শহর । এর সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা , উন্নত টেলি যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহ্যিক ও আধুনিক সংস্কৃতি গভীরভাবে অধিক থেকে অধিকতর সংখ্যক তাইওয়ানবাসীর দৃষ্টি আকর্ষণ করছে । অনেক তাইওয়ানী ব্যবসায়ী শাংহাইয়ের বাণিজ্যিক সুযোগকে ভালো চোখে দেখছেন এবং শাংহাইকে মূলভুভাগে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে তাদের প্রথম বাছাই হিসেবে গ্রহণ করেছেন । ২০০৬ সালের শেষ নাগাদ শাংহাই পৌর সরকার তাইওয়ানী ব্যবসায়ীদের পুঁজিবিনিয়োজিত ৬ হাজারেরও বেশি প্রকল্প অনুমোদন করেছে এবং আমদানিকৃত তাইওয়ানী পুঁজির পরিমাণ ১৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । এখন শাংহাইতে স্থায়ীভাবে বসবাসকারী তাইওয়ানবাসীদের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে ।

    বহু বছর ধরে তাইওয়ানবাসীদের পরিসেবায় নিয়োজিত বিশেষ প্রতিষ্ঠান হিসেবে শাংহাই তাইওয়ান বিষয়ক কার্যালয় তাদের জন্যে পুঁজি বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সময়মত তাদের অসুবিধা দূর করার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়েছে । শাংহাই তাওয়ান বিষয়ক কার্যালয়ের উপমহাপরিচালক কু হুং হুই বলেছেন ,

    গত কয়েক বছরে তাইওয়ানবাসীদের জন্যে পুঁজি বিনিয়োগের ভালো পরিবেশ সৃষ্টি এবং মূলভূভাগে তাদের ব্যবসায়িক কাজের উন্নয়ন আকৃষ্ট করার জন্যে আমরা তাদের বিভিন্ন ধরণের পরিসেবা প্রদানের প্রচেষ্টা চালাচ্ছি । যেমন তাইওয়ান প্রণালীর দুই পাড়ের বাণিজ্যের মধ্যে আমরা তাইওয়ানী ব্যবসায়ীদের জন্যে শুল্ক সুগম করা এবং তাদের অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে নানা অনুকুল অবস্থার সৃষ্টি করেছি । তাছাড়া তাদের বেশ কিছু পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে আমরা বিশেষ নীতি প্রণয়ন করেছি এবং পুঁজি বিনিয়োগের প্রক্রিয়ায় তাদের অসুবিধা কাটিয়ে উঠার ব্যাপারে সহায়তা করেছি ।

    শাংহাইতে তাইওয়ানী ব্যবসায়ীদের আরো সুষ্ঠু বিকাশে সহায়তা করার লক্ষ্যে শাংহাই তাইওয়ান বিষয়ক কার্যালয় বিশেষভাবে তাইওয়ানী পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান সমিতির জন্যে ৪ কোটি ইউয়ান মূল্যের একটি অফিস ভবন নির্মাণ করেছে । এটি ব্যবহার করতে তাইওয়ানী ব্যবসায়ীদের কোনো খরচ লাগে না । এ অফিসভবনের কথা উল্লেখ করলে শাংহাই চিন তিয়ান চি তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির ম্যানেজার জেনারেল ইয়াং তা চেং অত্যন্ত অভিভূত হয়ে পড়েন । তিনি বলেন ,

    ২০০৫ সালের শেষ দিকে শাংহাই পৌর সরকারের কয়েকজন নেতা আমাদের সমিতিতে আসেন । সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে । তখন আমার মনে হয় , তারা আমাদের তাইওয়ানী ব্যবসায়ীদের খুব যত্ন নেন । তাই আমাদের দুজন চেয়ারম্যান সাহসের সংগে বলেন , আমাদের অফিস খুব ছোট । কাজ করার ব্যাপারে আমাদের অসুবিধা রয়েছে । তারা সংগে সংগে আমাদের মতামত লিখে নেন । কিছুদিন পর আমাদের একটি সভায় তাইওয়ান বিষয়ক কার্যালয়ের একজন কর্মকর্তা ও আমাদের সচিব বিনাখচরে আমাদের সমিতির অফিসভবন নির্মাণের কথা ঘোষণা করেন ।

    যাতে আরো ভালোভাবে তাইওয়ানবাসীদের আইনসংগত অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং পুঁজি বিনিয়োগ করা , কাজ করা ও লেখাপড়া করার ক্ষেত্রে তাইওয়ানবাসীদের পরিসেবা প্রদানের লক্ষ্যে শাংহাই তাইওয়ান বিষয়ক কার্যালয় দু বছর আগে তাইওয়ানবাসীদের পরিসেবা প্রদান কেন্দ্র স্থাপন করেছে । এ কেন্দ্র শাংহাইতে অবস্থানরত , কর্মরত ও অধ্যয়ণরত তাইওয়ানবাসীদের নানা ধরণের সাহায্য করে থাকে । শাংহাইতে বসবাসকারী তাইওয়ানবাসীরা মিলিতকন্ঠে বলেন , শাংহাই তাইওয়ান বিষয়ক কার্যালয়ের সহায়তার সুবাদে শাংহাইতে তাদের কাজের উন্নতি হচ্ছে এবং তারা সুখে দিন কাটাচ্ছেন । তাদের এ কথা শুনে শাংহাই তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উপমহাপরিচালক কু হুং হুই বলেন ,

    তারা আমাদের কার্যালয়কে তাদের নিজেদের পরিবারের মত মনে করেন । তাদের অসুবিধা হলে আমাদের কাছে আসেন । আমার মনে হয় , এটি আমাদের জন্যে একটি অনুপ্রেরণা । আমরাও আশা করি যে, আমাদের কার্যকর কাজকর্মের মাধ্যমে তাদের আরো ভালো পরিসেবা দিতে পারবো , যাতে তারা সত্যিকারভাবে আমাদের কার্যালয়কে তাদের নিজেদের বাড়ি বলে মনে করতে পারেন ।