২২ মে পেইচিংএ অনুষ্ঠিত সপ্তম পূর্ব এশিয়ার উপ অঞ্চলের মাদকদ্রব্য দমন সংক্রান্ত সমঝোতা স্বারকলিপি স্বাক্ষররীদেশসমূহের উচ্চ পদস্থ কর্মকর্তা সম্মেলনে জানা গেছে , গত শতাব্দীর নব্বই দশক থেকে মিয়ানমার , লাওস আফিম গাছ চাষের পরিবর্তে অন্যান্য ফসল চাষ করতে শুরু করে। চীন মোট ৫০ কোটি ইউয়ান রেনমেন পি এ ক্ষেত্রে বরাদ্দ করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর উদ্যোগে এই এলাকায় আফিম গাছ চাষ করার আয়তন বিশ্বের মোট পরিমাণে ১৯৯৮ সালের ৬৬ শতাংশ থেকে গত বছরে ১২ শতাংশ কমেছে।
জানা গেছে, গত বছর থেকে চীন ও মিয়ানমার মিয়ামারের উত্তরাঞ্চলের আফিম গাছ চাষের এলাকার উপর উপগ্রহের সাহায্যে পর্যবেক্ষণ করেছে। যার ফলে স্থানীয় এলাকায় আফিম গাছ চাষ করার আয়তন স্পষ্টভাবে কমে গেছে। গত বছর , চীন এই অঞ্চলে দশ হাজার টনের চাল দিয়েছে। তা ছাড়া, ২০০২ সাল থেকে ২০০৬ সাল পযর্ন্ত চীন মিয়ামার, লাওসের ৩০৫ জন মাদকদ্রব্য দমনের কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে।
|