চীনের রাষ্ট্রীয় পরমাণু ও বিদ্যুত প্রযুক্তি কোম্পানি ২২ মে পেইচিংএ গড়ে তোলা হয়েছে। এই কোম্পানি চীনের তৃতীয় প্রজম্মের পরমাণু ও বিদ্যুত প্রযুক্তি আমদানি ও প্রকল্প গঠনকাজের দায়িত্ব পালন করবে। তা ছাড়া এই কোম্পানি চীনের তৃতীয় প্রজম্মের পরমাণু ও বিদ্যুত প্রযুক্তি ক্ষেত্রে স্বতন্ত্র উন্নয়নের প্রধান বহনকারী ও গবেষণার প্ল্যাফোর্মে পরিণত হবে।
চীনের উপ প্রধান মন্ত্রী জেন পেই ইয়েন কোম্পানী গঠন সম্মেলনে বলেছেন, পরমাণু বিদ্যুত সক্রিয়ভাবে উন্নয়ন করা সম্পদ সাশ্রয় ও সুষম পরিবেশভিত্তিক সমাজ গড়ো তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেছেন, রাষ্ট্রীয় পরমাণু বিদ্যুত প্রযুক্তি কোম্পানি গড়ে তোলা হচ্ছে যেমন চীনের পরমাণু বিদ্যুত স্বতন্ত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপতেমনি চীনের পরমাণু বিদ্যুতের গঠন ব্যবস্থা সম্পূর্ণ করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ থেকে বুঝা যায়, চীনের পরমাণু বিদ্যুত ক্ষেত্রের উন্নয়ন একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২০ নাগাদ চীনের পরমাণু বিদ্যুতের উত্পাদন ৪ কোটি কিলোওয়াটার ঘন্টায় দাঁড়াবে।
|