সাম্প্রতিক বছরগুলোতে উত্তর চীনের অন্তর্মঙ্গোলিয় স্বায়ত্তশাসিত অঞ্চলে মন্দিরগুলোর পুনর্নিমান করা হয়েছে । প্রার্থনার জন্য মন্দিরে যাওয়া ধর্মাবলম্বীদের সংখ্যা স্থিরগতিতে বাড়ছে ।
জানা গেছে , গত কয়েক বছরে অন্তর্মঙ্গোলিয় স্বায়ত্তশাসিত অঞ্চলের অনেক মন্দির পুনর্নিমান বা সম্প্রসারণ করা হয়েছে । মন্দিরগুলোর পাশেপাশের ছোটখাটো বাড়িঘর ভেঙ্গে দেয়া হয়েছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , অন্তমঙ্গলিয় অঞ্চলে তিব্বতী বৌদ্ধ ধর্মের ১১৮টি মন্দির পুনর্নিমিত হয়েছে । ধর্মাবলম্বীর সংখ্যা তিন লাখের বেশি ।
অন্তর্মঙ্গোলিয় স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের সবচেয়ে পুরনো সংখ্যালঘু জাতি অধুষিত অঞ্চল । এ বছরের পয়লা মে অন্তর্মঙ্গোলিয় স্বায়ত্তশাসিত অঞ্চলের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী । এ অঞ্চলে হান , মঙ্গলিয়া , মান ও হুই প্রভৃতি জাতির অধিবাসীরা থাকেন ।
**আন্তর্জাতিক ওমেই উশু উত্সব আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে
২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমসকে স্বাগত জানানোর জন্য আগামী সেপ্টেম্বর মাসে চীনের সি ছুয়ান আন্তর্জাতিক ওমেই চীনা বক্সিং উ শুন উত্সব ও মেই উ শুর উত্পত্তি স্থল--ওমেই শহরে অনুষ্ঠিত হবে ।
জানা গেছে , এই উশু উত্সবে প্রতিযোগিতা ও উ শু সম্পর্কিত ফোরাম অনুষ্ঠিত হবে এবং বৈশিষ্টময় খাদ্য সরবরাহ করা হবে । দেশেবিদেশের উশু ক্রীড়াবিদ ও পর্যটকরা এ উত্সবে অংশ নেবেন ।
সি ছুয়ান প্রদেশেরওমেই উশু , মধ্য চীনের হোনান প্রদেশের শাওলিন উশু ও উ তান হলো চীনা বক্সি--উ শুর তিনটি প্রধান সম্প্রদায় ।
**সাংহাই আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী অক্টোবরে শুরু হবে
সাংহাই আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী আগামী ১২ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাংহাইয়ের প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিতহবে। ফ্রান্স , ব্রিটেন , ইতালি , স্পেন , বেলজিয়াম , মোনাকো ও জার্মানীসহ মোট ৫৮টি দেশ এই প্রদর্শনীতে অংশ নেবে । এ প্রদর্শনীতে তৈলচিত্র , রুপোর পাত্র , রাজপ্রাসাদের পাত্র , ভাস্কর্য , অলংকার ও চীনের ব্রঞ্জপাত্র প্রদর্শিত হবে ।
|