চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ২২ মে পেইচিংয়ে বলেছেন , চীন-ইউরোপ ২৪তম মানবাধিকার সংলাপ এ বছরের শেষ দিকে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
২২ মে আয়োজিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে চিয়াং ইয়ু সবেমাত্র সমাপ্ত চীন-ইইউ ২৩তম মানবাধিকার সংলাপের বিবরণ তুলে ধরেছেন ।
তিনি বলেন , চীন-ইইউ ২৩তম মানবাধিকার সংলাপ গত ১৫ থেকে ১৬ মে পর্যন্ত বার্লিনে অনুষ্ঠিত হয় । সংলাপে দু পক্ষ আলাদা আলাদাভাবে মানবাধিকার ক্ষেত্রে নিজের নিজের নতুন অগ্রগতি ব্যাখ্যা করেন । তারা মিলিতকন্ঠে মনে করে যে, এবারের সংলাপ গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে । দু পক্ষ চীন-ইইউ মানবাধিকার সংলাপ ও বিনিময়ের উত্তম প্রবণতা বজায় রাখা , পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা জোরদার করা এবং চীন-ইউরোপ সার্বিক ও অংশীদারী সম্পর্কের নিরন্তর বিকাশ ত্বরান্বিত করার ব্যাপারে সম্মত হয়েছে ।
|