মিসর সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাংকুও ২১ মে কায়রোয় মিসরের গণ সংসদের স্পীকার আহমেদ ফাথি সরুরের সঙ্গে বৈঠক করেছেন।
উ পাংকুও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে, দু'দেশের শীর্ষ নেতৃবৃন্দ ঘন ঘন পারস্পরিক সফর করেছেন। এতে রাজনৈতিক পারস্পরিক আস্থা অব্যাহতভাবে বেড়েছে। দু'দেশের নেতারা কৌশলগত পর্যায় দু'দেশের সম্পর্ক বিবেচনা ও উন্নয়ন করেন। তিনি বলেন, চীন-মিসর সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো সময়ে রয়েছে। দু'দেশের উচিত সহযোগিতামূলক ক্ষেত্র সম্প্রসারণ করা, সহযোগিতার উপায় নবায়ন ও উদ্ভাবন করা, পুঁজি বিনিয়োগ ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।
সরুর বলেছেন, মিসর ও চীন পারস্পরকে সম্মান ও সমর্থন করে। মিসরের জনগণের মনে চীন সব সময় মহতী অবস্থানে রয়েছে।
বৈঠকে সাম্প্রতিক বছরগুলোতে চীন-মিসর সম্পর্কে যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে দু'পক্ষ তা ইতিবাচক মূল্যায়ন করেছে।
|