ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেখেট ২১ মে হংকংয়ে বলেছেন, প্রত্যাবর্তনের ১০ বছরে, হংকং আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র, বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ ও চীনের মূল-ভূভাগে সংযুক্তির গুরুত্বপূর্ণ গেটে হয়েছে। এতে প্রতিফলিত হয়েছে যে, 'এক দেশে দুই সমাজ ব্যবস্থা' বাস্তবতায় ভালো অনুসরণ ও কার্যকারীতা পেয়েছে।
তিনি বলেন, ১৯৯৭ সালে হংকং প্রত্যাবর্তনের পর, ব্রিটেনের বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিসেবে তিনি প্রথমবার হংকংয়ে আসেন। যদিও সে সময় কিছু মানুষ হংকংয়ের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবু তিনি বিশ্বাস করেন, হংকংয়ের নাগরিকরা হংকং বিশ্বের গুরুত্বপূর্ণ শহরের অবস্থা বজায় রাখবে। ১০ বছর পর, তার প্রত্যয় পুরোপুরিভাবে প্রতিফলিত হয়েছে। হংকংয়ের সাফল্যে তিনি আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেছেন, হংকংয়ের সাফল্য হংকংয়ের নাগরিকদের ছাড়াও, চীনের কেন্দ্রীয় সরকারের উপস্থাপিত দূরদর্শিতা, ঐতিহাসিক 'এক দেশে দুই সমাজ ব্যবস্থার' ওপর নির্ভর করেছে।
|