ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ২২ মে ইউরোপীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ আয়োজিত এক সম্মেলনে বলেছেন, অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন প্রধানমন্ত্রী হবার পর, ব্রিটেন-ইইউ সম্পর্ক পরিবর্তিত হবে না।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হবার পর, ব্রিটেন সরকারের মৌলিক অবস্থান পরিবর্তিত হবে না। তিনি বিশ্বাস করেন, নতুন প্রধানমন্ত্রী 'ইউরোপ-পন্থী ও সংস্কারের ওপর গুরুত্ব দেয়া'-র অবস্থানে বজায় রাখবেন।
তিনি মনে করেন, ব্রিটেনের কাছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইইউ'র অভ্যন্তরে প্রয়োজনীয় সংস্কার চালানো। ইইউ'র কয়েকটি সদস্যদেশের রাজনৈতিক ক্ষেত্রের পরিবর্তনের ফলে ইউরোপে সংস্কার, বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের সুযোগ এসেছে। তিনি মনে করেন, ভবিষ্যত অর্থনীতির উন্নয়নের ব্যাপারে জার্মানী, ফ্রান্স ও ব্রিটেনের নতুন নেতৃবৃন্দের সঠিক ধারণা আছে।
বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘকাল ধরে, ইউরোপের প্রতি ব্রাউনের মনোভাব ব্লেয়ারের মতো ইতিবাচক নয়। যেমন ব্রিটেন ইউরো চালু করার সময় ব্রাউন ব্লেয়ারের সিদ্ধান্তকে সমর্থন করেননি।
|