চীনের বাণিজ্যমন্ত্রী পোও সি লাই ও কৃষিমন্ত্রী সুন চেং ছাই সম্প্রতি যৌথভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাসেল লামির কাছে পাঠানো একটি চিঠিতে দোহা দফার কৃষি বিষয়ক আলোচনার সংগে জড়িত সমস্যাগুলোতে চীন সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন ।
বিশ্ব বাণিজ্য সংস্থার কৃষি আলোচনা কমিটির বিশেষ সম্মেলনের চেয়ারম্যান ফুর্কেনা এ মাসের প্রথম দিকে স্বহস্তে প্রথম চ্যালেঞ্জমূলক দলিলপত্র প্রণয়ন করেন এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে দলিলপত্রটি বিলি করেন । দলিলপত্রটিতে তিনি কৃষি আলোচনা সম্পর্কে ব্যক্তিগত প্রস্তাব উত্থাপন করেন । চীনের এ দুজন মন্ত্রী মনে করেন যে , ফুর্কেনার কিছু ধারণা কতিপয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শিল্পোন্নত দেশ ও উন্নয়নশীল দেশগুলোর ভিন্ন উদ্বেগ ও দাবি বিবেচনা করেন নি ।
চীনের দুজন মন্ত্রী তাদের চিঠিতে চীনের অবস্থান ব্যাখ্যা করেন । তাঁরা বলেন , কার্যকরীভাবে শিল্পোন্নত দেশগুলোর উচ্চ কৃষি ভরতুকি কমিয়ে আনতে হবে । উন্নয়নশীল দেশ ও শিল্পোন্নত দেশগুলোর শুল্কের কাঠামো ভিন্ন থাকায় কর কমানোর মাত্রাও ভিন্ন হওয়া উচিত ।
|