v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-21 20:50:42    
১৪---২০ মে, ২০০৭

cri
২) ভারত বলেছে, ঐতিহাসিক পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুড়ান্ত আলোচনার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

চুক্তি সম্পাদনের জন্য শীর্ষ মার্কিন কূটনীতিক নিকোলাস বার্নসের মে মাসের দ্বিতীয়ার্ধে ভারত সফরে আসার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে,চলতি মাসের গোড়ার দিকে ওয়াশিংটনে দু'পক্ষের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।তবে কিছু কিছু খবরে জানা যায়,চুক্তিটি নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

চুক্তি অনুযায়ী ভারত যুক্তরাষ্ট্র থেকে বেসামরিক জ্বালানি আম দানি করতে পারবে। অবশ্য পারমাণবিক বিস্তার রোধ(এনপিটি) চুক্তি স্বাক্ষরারী দেশ নয় ভারত।

ভারতের অস্ত্রের পরীক্ষা এবং স্পেন্ট জ্বালানি প্রক্রিয়াজাতকরণ প্রশ্নে মতপার্থক্যের কারণে আলোচনা স্হবির হয়ে পড়েছে।

চুক্তির সমালোচকরা বলছেন,এ চুক্তির কারণে ভারতের পারমাণবিক অ স্ত্রভান্ডার জোরদার হতে পারে। তাদের বক্তব্য হলো,এতে ইরানের মতো দেশে ভুল বার্তা পৌঁছতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচির ঘোরবিরোধী যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয় নিষয় নিয়েও দু'দেশের মধ্যে রয়েছে তীব্র মতপার্থক্য। ভারত জোর দিয়ে বলেছে,চূড়ান্ত চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রর ইরান নীতি সমর্থনের বিষয়টি বাধ্যতামূলক নয়।

মার্কিন পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস কবে ভারত সফরে আসছেন-ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নভতেজ সর্নাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

৫) পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত শুক্রবার কলকাতায় গঙ্গা নদীর নিচ দিয়ে রেলপথ তৈরির সবুজ সংকেত দেন। কলকাতার সল্টলেক সিটি থেকে এই রেলপথ যাবে গঙ্গা নদীর তলদেশ হয়ে হাওড়া ময়দান পর্যন্ত। এই রেলপথ হাওড়া স্টেশন ছুঁয়ে যাবে। ২০০৮ সালে এই রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। এ জন্য ব্যয় হবে চার হাজার ৬০০ কোটি রুপি। এই রেলপথ নির্মাণ করা হবে জাপানের জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন-এর(জেবিআইসি) আর্থিক সহযোগিতায়। ইতিমধ্যে জাপান ব্যাংক এই রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেছে।

নির্মাণের মোট খরচের ৪৫ শতাংশ ঋণ হিসেবে দেবে জাপান ব্যাংক, ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার আর ২৫ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার। প্রকল্পটি চূড়ান্ত করতে আগামী বুধবার রাজ্যের অর্থ ও পরিবহনসচিব দিল্লির কেন্দ্রীয় সরকারের অর্থ ও পররাষ্ট্রসচিদের সঙ্গে এক বৈঠকে বসছেন দিল্লিতে।

৬) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলি হোসেইনি ২০ মে বলেছেন,যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিতব্য ইরাক নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে ইরানের পরমাণু সমস্যা নিয়ে আলোচনা হবে না। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ইরান ইরাক সমস্যার সঙ্গে ইরানের পরমাণু সমস্যার কোন সম্পর্ক নেই। যদি কেউ এ দুটো সমস্যা এক সঙ্গে সংযুক্ত করতে চায় তাহলে ইরান তার তীব্র বিরোধীতা করবে।

গত ২৯ মে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোটাকি বলেছেন,আগামী ২৮ মে বাগদাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদুত পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে,ইরাকের প্রতিনিধিরাও এই বৈঠকে অংশ নেবেন।

৩) নেপালের দক্ষিণাংশের সাম্প্রদায়িক সংগঠন বলপ্রয়োগ না করার প্রতিশ্রতি দিয়েছে

নেপালের স্থানীয় গণ মাধ্যমের ২০ মের এক খবরে প্রকাশ,নেপালের দক্ষিণাংশের সাম্প্রদায়িক সংগঠন মাধিসি গন অধিকার ফোরাম শনিবার ঘোষণা করেছে যে, তার সংগঠন ভবিষ্যতে আর সাধারণ ধর্মঘট ও পরিবহন ধর্মঘট সংগঠিত করবে না। একই সময় তারা আর বলপ্রয়োগ না করারও প্রতিশ্রতি দিয়েছে।

বর্তমানে মাধিসি গণ অধিকার ফোরাম ও নেপাল সরকারের মধ্যে যে আলোচনা চলছে,তা সফল হওয়ার পথে রয়েছে। এ সংগঠন নেপাল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিষ্ণ প্রাসাদ সিতাওলার পদত্যাগের দাবী ছেড়ে দিয়েছে এবং সরকারের উত্থাপিত এ বছরের গোড়ার দিকে নেপালের দক্ষিণাংশে সংঘটিত দাংগা-হাংগামা এবং মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যদের হত্যা ঘটনার উপর তদন্ত চালানোর প্রস্তাব গ্রহন করেছে।

নেপালের দক্ষিণাংশের সমতলভূমিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মকধিসিদের সংগঠন মনে করে যে,গত ১৩ জানুয়ারীতে জারিকৃত নেপালের অস্থায়ী সংবিধানে তাদের অধিকার ও স্বার্থ নিশ্চিত করা হয় নি। সুতরাং এ নতুন সংবিধান জারি করার পর এ সংগঠন ধর্মঘট ও বিক্ষোভসহ নানা প্রতিবাদমূলক তত্পরতা চালিয়েছে।

১)

বালাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার চৌধুরী বলেছেন, ১৫ মার্কিন সিনেটরের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। নির্বাচন অনুষ্ঠানের পথেই আমরা অগ্রসর হচ্ছি। পর্যায়ক্রমেঘরোয়া রাজনীতির অনুমোদন এবং জরুরি অবস্থা তুলে নেয়া হবে। পাকিস্তান অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে ২০ মে পররাষ্ট্রপররাষ্টমন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরারাষ্ট্রউপদেষ্টা এ মন্তব্য করেন।

উল্লেখ্য, ১৪ মে হিলারি ক্লিন্টনসহ ১৫ জন প্রভাবশালী মার্কিন সিনেটর প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে অবিলম্বে জরুরি অবস্থা তুলে নিয়ে আগামি দু'মাসের মধ্যে নির্বাচন অনু ষ্ঠানের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

সিনেটরদের চিঠি সম্পর্কিত প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সিনেটরদের লেখা চিঠিটি এখনো আমাদের কাছে পৌছেনি। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে আমরা জেনেছি। এখানে লুকানোর কিছুই নেই। চিঠির প্রতিটিবিষয়বস্তুর ব্যাপারে সরকার মতামত জানাবে। তিনি বলেন, আমরা এ চিঠিকে কোনো চাপ হিসেবে দেখছি না। এটিকে আমরা বিদেশি বন্ধুদের আগ্রহের প্রদর্শন হিসেবেই মনে করি। আমাদের মূল লক্ষ্য আগামী ২০০৮ সালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। আমরা সেদিকেই অগ্রসর হচ্ছি। ধাপে ধাপে সবকিছু করা হচ্ছে। পর্যায়ক্রমে ঘরোয়া রাজনীতির অনুমোদন এবং জরুরি অবস্থা তুলে নেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইইউসহ বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো তাই বাংলাদেশের ব্যাপারে এতটা আগ্রহী

৭)

মার্কিন প্র্রেসিডেন্টজজর্জডব্লিউ বুশ ১৭ মে মিয়ানমারের ওপর অবরোধের মেয়াদ আরো এক বছর বাড়িয়েছেন। এদিকে হোয়াইট হাউস নোবেল বিজয়ী গণতান্ত্রিকনেত্রী আং সান সুকিকে অবিলম্বে মুক্তিভ দেয়ার জন্য সামরিক জান্তা সরকারের প্রতি আহবান জানিয়েছে। বুশের মুখপাত্র এক বিবৃতিতে তীব্র ভাষায় মিয়ানমারের সামরিক সামরিক সরকারের সমালোচনা করে বলেন, এ সরকার আরো নৃশংস, আরো উত্পীড়ক একং প তিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির প্রতি আরো উদাসীন হয়ে পড়ছে।

তিনি বলেন, আমরা স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউসিল (এসপিডিসি)'র প্রতি অবিলম্ব ও শর্তহীন্রভাবে সুকিসহ অন্যান্য রাজনৈতিক বন্দির মুক্তির আহবান জানাচ্ছি যেন সকল পক্ষের মধ্যে আন্তরিকতাপূর্ণ আলোচনা শুরু করা সম্তব হতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালের মে মাসে মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করে এবং ২০০৩ সালে বুশ তা আরো কঠোর করেন।

৮)

১৯ বছর বয়সী এক মার্কিনি তরুণী এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। বিশ্বের এই সর্বোচ্চ চূড়ায় আরোহণকারীদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সী বিদেশি নারী। নেপালি কর্মকর্তারা ১৮ মে এ কথা জানান। খবর এএফপির।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা খাদানান্দা ধাকাল বার্তা সংস্থাকে জানান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ এলাকা থেকে আসা সামান্থা লারসন ১৭ মে আট হাজার ৮৪৮ মিটার উচ্চতার এ শৃঙ্গে আরোহণ করেন।

এ যাবত্ যত বিদেশি নারী এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছেন তাঁদের মধ্যে সবচেয়ে কম বয়সী হচ্ছেন সামান্থা। এর আগে ২০০৩ সালে মিং কিপা শেরপা নামে ১৪ বছর বয়সী এক নেপালি কিশোরী এভারেস্টের চূড়া জয় করে। এভারেস্ট শৃঙ্গে আরোহণকারীদের মধ্যে মিং কিপা সবচেয়ে কম বয়সী।

চোরাচালান ও অপরাধ রুখতে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্থা জোরদারের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নেপাল সরকার। নেপাল আমড পুলিশ ফোস এর ডিআইজি ঠাকুর মোহন শ্রেষ্ঠ জানিয়েছেন,এ লক্ষ্যে সরকার সীমান্ত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজ চূড়ান্ত করে ফেলেছে। মোহন জানিয়েছেন,ভারতের সঙ্গে নেপালের সীমান্তবতী১৬ জেলার নিরাপত্তা জোরদারের ওপর বিশেষভাবে জোর দেয়া হচ্ছে।