গত রবিবার উত্তর লেবাননের ত্রিপোলি শহরের কাছাকাছি লেবাননী বাহিনী ও শরণার্থী শিবিরের জংগি সংগঠন - ফাতাহ আল-ইসলামের মধ্যে এক তুমূল সংঘর্ষে ৩০জন নিহত হয়েছে । তাদের মধ্যে ১৩জন ছিলেন লেবাননী সৈনিক ।
লেবাননী বাহিনীর কমান্ড থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় , গত রবিবার ভোরে ত্রিপোলির একটি শরণার্থী শিবিরে লেবাননের নিরাপত্তা বাহিনী ও ফাতাহ আল-ইসলামের জংগিদের মধ্যে সংঘর্ষ হয় । জংগিরা হাতবোমা দিয়ে লেবাননী বাহিনীর উপর হামলা চালায় এবং লেবাননী বাহিনী ট্যাংক ব্যবহার করে ।
জানা গেছে , ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী এ শিবিরে বসবাস করছেন । একজন ফিলিস্তিনি শরণার্থীর নেতৃত্বে পরিচালিত ফাতাহ আল - ইসলামের সদর দফতর এ শিবিরেই অবস্থিত ।
রবিবার লেবননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা জাতীয় বাহিনীর উপর হামলা চালানোর তত্পরতার নিন্দা করেছেন
|