চীনের রাষ্ট্রীয় মহাকাশ ব্যুরোরমহা পরিচালক সেন লেই ইয়েন ২০ মে পেইচিংএ বলেছেন, বতর্মানে চীনে চাঁদ-বেষ্টিত অনুসন্ধান প্রকল্প পুরোদমে চলছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধের উপযোগী সময়ে এই উপগ্রহ উতক্ষেপন করা হবে।
পেইচিংএর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বক্তৃতা দেওয়ার সময় সেন লেই ইয়েন ব্যাখ্যা করে বলেছেন, চীনের চাঁদ অনুসন্ধান পরিকল্পনা তিন পর্যায়ে কার্যকর করা হবে। চলতি বছর প্রথম চাঁদ অনুসন্ধান উপগ্রহ উতক্ষেপন করা হবে, এক বছরের জন্য চাঁদ-বেষ্টিত অনুসন্ধান চালানো হবে । ২০১২ সালের আগে চাঁদের পৃষ্ঠে হালকা অবতরনf বাস্তবাসিত হবে। ২০২০ সালের আগে চাঁদের পৃষ্ঠের মাটির নমুনা পৃথিবীতে আনা হবে।
|