জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিটি, অর্থাত্ এসকাপের মন্ত্রীপর্যায়ের সম্মেলন ২১ মে কাজাখস্তানের রাজধানী আলমা-আতায় শুরু হয়েছে।
জাতিসংঘের মহাসচিব বান কিমুন সম্মেলনের জন্য পাঠানো লিখিত অভিনন্দন বাণীতে সম্মেলনে যোগদানকারীদের প্রতি মিলিতভাবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। বান কিমুন বলেছেন, বিশ্বের দুই-তৃতীয়াংশ লোক এশিয়া ও প্রশান্ত মহাসাগারীয় অঞ্চলে বসবাস করেন। এই অঞ্চলের উন্নয়নের মান জাতিসংঘের "সহস্রাব্দের উন্নয়নের লক্ষমাত্রার"বাস্তবায়নের সঙ্গে জড়িত। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দারিদ্র্য বিমোচন ক্ষেত্রে এ অঞ্চলের দেশগুলো লক্ষনীয় অগ্রগতি অর্জন করেছে। কিন্তু ৬ কোটি লোক এই অঞ্চলের অর্থনীতির উন্নয়নের ফলাফল ভোগ করতে পারেননি।
কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ সম্মেলনে মধ্য এশিয়ার একীকরণ বাস্তবায়ন এবং মধ্য এশিয়া ও আসিয়ানের সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, বিশ্বায়নের প্রেক্ষাপটে কোন একটি দেশ এককভাবে সম্মুখীন নানা ধারণের চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলা করতে পারেনা।
|