ইসরাইলের গণ নিরাপত্তা মন্ত্রী আভে ডিচটার ২১ মে ইসরাইলী সামরিক বেতারকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , ইসরাইল সিরিয়ায় নির্বাসিত ফিলিস্তিনের হামাসের পলিট ব্যুরোর চেয়ারম্যান খালেদ মাশালকে বৈধভাবে তার আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করেছে ।
ডিচটার বলেছেন , কর্তব্যটি যত দুরুহ হোক না কেন , ইসরাইল সুযোগের সদ্ব্যবহার করে মাশালকে হত্যা করবে । তিনি আরো বলেন , হানিয়া ইসরাইলের উপর রকেটের হামলা চালানোর ব্যাপারে হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতা হলেও তিনি সরাসরি হামলা চালানোর আদেশ দিয়েছেন কি না , তা এখনো নিশ্চিত নয় । যদি তাই হয় , হানিয়াও ইসরাইলের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে ।
ভয়েস অব ফিলিস্তিন ২১ মে জানিয়েছে , হামাসের মুখপাত্র ফাওজি বারহোম বলেছেন , ইসরাইলী বাহিনীর হামলাকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচিত হবে । তিনি ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের যে কোনো লক্ষ্যবস্তুর উপর হামলা চালানোর আহবান জানান ।
|