গত বছর চীনের নতুন গ্রামীণ সমবায় চিকিত্সা ব্যবস্থার কল্যাণে সরকার কৃষকদের চিকিত্সা বাবদ ১৫ বিলিয়ন ৫৮ কোটি ১০ লাখ ইউয়ান খরচ করেছে । ফলে রোগের কারণে কৃষকদের দরিদ্র হয়ে যাওয়ার অবস্থা কিছুটা প্রশমিত হয়েছে ।
নতুন গ্রামীণ সমবায় চিকিত্সা ব্যবস্থা হচ্ছে চীনের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে কৃষকদের স্বেচ্ছার ভিত্তিতে চালু করা একটি চিকিত্সা নিশ্চিতকরণ ব্যবস্থা । ২০০৩ সালে এ নতুন ব্যবস্থা পর্যায়ক্রমে চালু হয় । এ ব্যবস্থার অধীনে প্রতিষ্ঠিত চিকিত্সা তহবিলে কৃষকদের ২০ শতাংশ টাকা এবং সরকারের ৮০ শতাংশ টাকা থাকে । এ রকম সমবায় চিকিত্সা ব্যবস্থায় শামিল হলে চিকিত্সা তহবিল কৃষকদের চিকিত্সার কিছু খরচ বহন করতে পারে । গত বছরের শেষ নাগাদ চীনের ৪০ কোটি কৃষক এ নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থায় শামীল হয়েছেন । এটি চীনের কৃষকদের অর্ধেক ।
পরিকল্পনা অনুসারে ২০০৮ সাল নাগাদ মোটামুটি চীনের সমস্ত কৃষকের মধ্যে এ নতুন ব্যবস্থা চালু হবে । গ্রামীণ সমবায় চিকিত্সা ব্যবস্থা নিশ্চিতকরণের মান উন্নত করার লক্ষ্যে চীন সরকার আরো বেশি টাকা যোগাড় করবে ।
|