চীনের কিশোর ও যুব উন্নয়ন তহবিল সংস্থা গত রবিবার ঘোষণা করেছে , ১৮ বছর ধরে চালু করা শিক্ষা-সহায়তাকারী কার্যক্রম- চীনের আশা প্রকল্পের মানকে আরো উচ্চ পর্যায়ে আনা হবে ।
আশা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অনুযায়ী চীনের বিভিন্ন আশা স্কুলের শিক্ষকদের শিক্ষাগত মান উন্নত করা হবে , আশা প্রকল্পের গ্রন্থাগার কার্যক্রম অনুসারে চীনের বিভিন্ন আশা স্কুলের জন্যে ছোট আকারের গ্রন্থাগার নির্মাণ করা হবে , যাতে ছাত্রছাত্রীরা নানা ধরণের ভালো বই পড়তে পারে , আশা প্রকল্পের কম্পিউটার ক্লাসরুম কার্যক্রম অনুসারে চীনের আশা স্কুলগুলোর কাছে কম্পিউটার দান করা হবে , যাতে শিক্ষক ও ছাত্ররা ওয়েবসাইটের মাধ্যমে লেখাপড়া করতে পারেন এবং আশা প্রকল্পের ক্রীড়া জগত কার্যক্রম অনুসারে চীনের আশা স্কুলগুলোর কাছে বিভিন্ন ধরণের ক্রীড়া সরঞ্জাম দান করা হবে, যাতে ছাত্রছাত্রীরা ক্রীড়া থেকে আনন্দ ভোগ করতে পারে ।
১৯৮৯ সালে চীনের আশা প্রকল্প চালু হওয়ার পর চাঁদা হিসেবে মোট ৩৫০ কোটি ইউয়ান সংগৃহীত হয়েছে , ১৩ হাজারেরও বেশি আশা স্কুল নির্মিত হয়েছে এবং ৩০ লাখ ৪০ হাজার স্কুলচ্যুত শিশু আবার স্কুলে যাওয়ার ব্যাপারে সহায়তা করা হয়েছে ।
|