আফ্রিকান ইউনিয়ন ২০ মে প্রকাশিত এক বিবৃতিতে সুদান, চাদ এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে। যাতে সুদানের দারফুর সমস্যার কারণে এই অঞ্চলে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমিত করা যাবে।
বিবৃতিতে বলা হয়েছে, আফ্রিকান ইউনিয়নের ছয় জন বিশেষ দূত এই সপ্তাহের মধ্যে উল্লেখিত তিন দেশে গিয়ে এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন। তা ছাড়া, তাঁরা চাদ ও সুদানের চলতি বছরের মে মাসে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির কার্য-কারিতা নিয়ে তদন্ত করবেন, এই চুক্তি কার্যকরে নানা ধরণের বাঁধা খুঁজে বের করবেন এবং অবশেষ এই অঞ্চলের সমস্যা সমাধানের জন্যে বাস্তব পরিকল্পনা যোগাবেন।
|